‘যোগাযোগ ছিন্ন হওয়ার যন্ত্রণা জানি’, শিবনকে ‘সান্ত্বনা’ কাশ্মীরির 

‘বিক্রম’-এর সঙ্গে যোগাযোগ ছিন্ন হওয়ার পরে প্রকাশ্যেই ভেঙে পড়েন শিবন।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৯ ০২:২৯
Share:

—ফাইল চিত্র।

প্রিয়জনের সঙ্গে যোগাযোগ ছিন্ন হওয়ার যন্ত্রণায় গত এক মাস ধরে ভুগছেন তিনি। তাই চন্দ্রযান২-এর সঙ্গে সংযোগ ছিন্ন হওয়ার পরে ইসরো প্রধান কে শিবনের মনের অবস্থা বুঝতে তাঁর কষ্ট হয়নি। এই ভাষাতেই যোগাযোগ বিচ্ছিন্ন কাশ্মীরিদের যন্ত্রণা ফুটিয়ে তুলে ইসরো প্রধানকে খোলা চিঠি দিলেন এক কাশ্মীরি।

Advertisement

‘বিক্রম’-এর সঙ্গে যোগাযোগ ছিন্ন হওয়ার পরে প্রকাশ্যেই ভেঙে পড়েন শিবন। উপত্যকার বাসিন্দাদের অবস্থার সঙ্গে তাঁর এই ভেঙে পড়ার তুলনা করে একটি ইংরাজি পোর্টালের সিটিজেন জার্নালিস্ট ফৈজ়ান বুখারি লিখেছেন, ‘‘প্রিয়জনের সঙ্গে যোগাযোগ করতে না পারা কতটা যন্ত্রণা ও কষ্টের, তা জানি। আমি আমার চাঁদ— আমার মায়ের সঙ্গে যোগাযোগ করতে পারছি না।’’

শিবনকে জড়িয়ে ধরে প্রধানমন্ত্রীর সান্ত্বনা দেওয়া প্রসঙ্গে ফৈজ়ান লেখেন, ‘‘আপনি (ইসরো প্রধান) ভাগ্যবান। প্রধানমন্ত্রী আপনাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়েছেন। আমার মতো হতভাগ্যকে দেখুন, এক মাস ধরে পরিবার থেকে বিচ্ছিন্ন— কেউ সান্ত্বনা দিতে, সহমর্মিতা জানাতে এলেন না। আমার মতো মানুষের জন্য একটি শব্দও খরচ করেননি প্রধানমন্ত্রী।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন