Delhi Violence

করোনার ভারতীয় সংস্করণ: অরুন্ধতী

অরুন্ধতীর মতে, দিল্লির হিংসাকে গোষ্ঠী সংঘর্ষ, বাম-দক্ষিণের দ্বন্দ্ব বা সঠিক ধারণা ও ভুল ধারণার লড়াই হিসেবে চিহ্নিত করা বিপজ্জনক।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০২ মার্চ ২০২০ ০৫:০২
Share:

অরুন্ধতী রায়।

নরেন্দ্র মোদী সরকার দেশের সংবিধানকে সম্পূর্ণ অগ্রাহ্য করে চলছে বলে মনে করেন লেখিকা ও সমাজকর্মী অরুন্ধতী রায়। আজ দিল্লির যন্তর মন্তরে এক সভায় অরুন্ধতী বলেন, ‘‘যে গণতন্ত্র সংবিধান মেনে চলে না এবং যার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলি ফাঁপা করে দেওয়া হয়েছে, সেখানে সংখ্যাগরিষ্ঠের শাসনই প্রতিষ্ঠিত হয়। ভারতে সম্ভবত গণতন্ত্রকে নষ্ট করার চেষ্টা চলছে। এটা করোনাভাইরাসের ভারতীয় সংস্করণ। আমরা অসুস্থ।’’

Advertisement

অরুন্ধতীর মতে, দিল্লির হিংসাকে গোষ্ঠী সংঘর্ষ, বাম-দক্ষিণের দ্বন্দ্ব বা সঠিক ধারণা ও ভুল ধারণার লড়াই হিসেবে চিহ্নিত করা বিপজ্জনক। তাঁর কথায়, ‘‘এটা ফাসিস্ত ও ফ্যাসিবাদ-বিরোধীদের চলতি লড়াইয়ের প্রকাশ। মুসলিমেরা ফাসিস্তদের প্রথম সারির শত্রুর মধ্যে পড়েন।’’ অরুন্ধতীর কথায়, ‘‘দুই সম্প্রদায়ের মানুষের একাংশ ভয়ঙ্কর নিষ্ঠুরতার পরিচয় দিয়েছেন। আবার একাংশ পরিচয় দিয়েছেন অবিশ্বাস্য সাহস ও দয়ার। কিন্তু এটা মানতেই হবে যে ফাসিস্ত রাষ্ট্রের মদতে পুষ্ট জয় শ্রীরাম ধ্বনি দেওয়া জনতাই প্রথম হামলা চালিয়েছিল। পুলিশ নিষ্ক্রিয় থেকেছে বা অনেক ক্ষেত্রে অগ্নিসংযোগে সাহায্য করেছে। মারধর করেছে রাস্তায় পড়ে থাকা যুবকদের। আমরা জানি সেই যুবকদের মধ্যে এক জন মারা গিয়েছেন। হিংসায় নিহত বা ক্ষতিগ্রস্ত হিন্দু-মুসলিম সকলেই ফাসিস্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের শিকার।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন