দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরীওয়াল। —ফাইল চিত্র।
দিল্লিতে বিধানসভা নির্বাচন। তবে তার আগেই বিপদ বাড়ল দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল তথা আম আদমি পার্টি (আপ)-র আহ্বায়ক অরবিন্দ কেজরীওয়ালের। তাঁর বিরুদ্ধে এ বার হরিয়ানা পুলিশের কাছে অভিযোগ দায়ের হল। সম্প্রতি কেজরীওয়াল হরিয়ানার বিজেপি সরকারের বিরুদ্ধে যমুনার জলে বিষ মেশানোর অভিযোগ তুলেছিলেন। সেই অভিযোগের বিরুদ্ধেই এ বার হরিয়ানা পুলিশের খাতায় ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু হল।
কী কী অভিযোগ তোলা হয়েছে কেজরীওয়ালের বিরুদ্ধে? হিংসায় উস্কানি দেওয়া, ঘৃণা প্রচার, মিথ্যা অভিযোগ করা, ধর্মীয় ভাবাবেগে আঘাত-সহ একাধিক অভিযোগ উঠল আপ প্রধানের বিরুদ্ধে, যা নিয়ে ভোটের আগেই চাপে পড়লেন কেজরীওয়াল।
শুধু কেজরীওয়াল নন, দিল্লির মুখ্যমন্ত্রী আতিশী মার্লেনাও হরিয়ার বিরুদ্ধে যমুনায় বিষ মেশানোর অভিযোগ তুলেছিলেন। তাঁরা জানিয়েছিলেন, হরিয়ানার অন্তর্ঘাতের ফলেই দিল্লিতে পানীয় জল সরবরাহ বাধাপ্রাপ্ত হচ্ছে। তার পরই কেজরীওয়ালের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় বিজেপি। সেই অভিযোগের ভিত্তিতে আপ প্রধানের কাছে জবাব তলব করে কমিশন। কমিশনের নির্দেশ মেনে গত শুক্রবার নির্বাচন সদনে হাজির হন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন আপের দুই মুখ্যমন্ত্রী— দিল্লির আতিশী মার্লেনা এবং পঞ্জাবের ভাগবন্ত মান।
যমুনা-বিতর্কে পাল্টা তোপ দেগে হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিংহ সাইনি বলেন, ‘‘মিথ্যে কথা বলছেন। আইনি ব্যবস্থা নেব। এ রকম নির্লজ্জ ভাবে ঘৃণা ছড়ানোর জন্য কেজরীকে অবিলম্বে হরিয়ানা ও দিল্লির মানুষের কাছে ক্ষমা চাইতে হবে।’’ দুই রাজ্যের মুখ্যসচিবের উপস্থিতিতে কেজরীকে সোনিপতে জলের নমুনা পরীক্ষা করে দেখার খোলা চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী।