Delhi Election Results 2025

মানুষের রায় মেনে নিচ্ছি, বিজেপিকে অভিনন্দন! আশা করি জনতার প্রত্যাশা তারা পূরণ করবে: কেজরী

দিল্লির নির্বাচনের ফল স্পষ্ট হতেই সমাজমাধ্যমে একটি ভিডিয়োবার্তা দিয়েছেন কেজরীওয়াল। জানিয়েছেন, দিল্লির মানুষ যে রায় দিয়েছে, তা তিনি মাথা পেতে নিচ্ছেন। মানুষের জন্য কাজ চালিয়ে যাবেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৫০
Share:

আপ প্রধান অরবিন্দ কেজরীওয়াল নয়াদিল্লি কেন্দ্রে পরাজিত হয়েছেন। —ফাইল চিত্র।

রাজনীতিতে কোনও লাভের উদ্দেশ্য নিয়ে আসেননি। মানুষের রায় মাথা পেতে নিচ্ছেন। দিল্লিতে ভরাডুবির পর জানালেন আপ প্রধান অরবিন্দ কেজরীওয়াল। আগামী দিনে দিল্লিতে তাঁরা গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করবেন, জানিয়েছেন তিনি। ভোটে হেরে গেলেও দিল্লির আপ কর্মীদের পরিশ্রমকে কুর্নিশ জানিয়েছেন কেজরী।

Advertisement

বিধানসভা নির্বাচনের ফল স্পষ্ট হতেই সমাজমাধ্যমে ভিডিয়োবার্তা দিয়েছেন কেজরীওয়াল। বলেছেন, ‘‘দিল্লির ভোটের ফল প্রকাশিত। জনতার এই রায় আমরা মাথা পেতে নিচ্ছি। বিজেপিকে জয়ের জন্য অভিনন্দন। যে আশা নিয়ে মানুষ ওদের ভোট দিয়েছেন, আশা করি ওরা তা পূরণ করব।’’

দিল্লিতে আপের কর্মকাণ্ড বিশ্লেষণ করে কেজরী আরও বলেন, ‘‘গত ১০ বছরে আমরা অনেক কাজ করেছি। দিল্লিতে শিক্ষা, স্বাস্থ্য, জল— সব ক্ষেত্রে মানুষের জীবনযাত্রার মান উন্নত করার চেষ্টা করেছি। দেশের রাজধানীর পরিকাঠামোগত উন্নয়নের চেষ্টা করেছি। এখন দিল্লির মানুষের রায় অনুযায়ী আমরা এখানে গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করব।’’ মানুষের জন্য কাজ চালিয়ে যাবেন, বার্তা প্রাক্তন মুখ্যমন্ত্রীর। তিনি বলেন, ‘‘সমাজসেবা এবং মানুষের হিতার্থে আমরা কাজ চালিয়ে যাব। মানুষের সুখেদুঃখে পাশে থাকব। রাজনীতিতে আমরা কোনও লাভের আশা নিয়ে আসিনি। রাজনীতি হল মানুষের জন্য কাজ করার মাধ্যম। সেই কাজ আমরা করে যাব। আপের সব কর্মীকে অভিনন্দন এবং ধন্যবাদ। ওঁরা এই নির্বাচনের জন্য অনেক পরিশ্রম করেছেন।’’

Advertisement

নিজে জিতলেও দলের হার স্বীকার করে নিয়ে মন্তব্য করেছেন বিদায়ী মুখ্যমন্ত্রী আতিশী। কালকাজি কেন্দ্রে জয়ের পর তিনি বলেন, ‘‘মানুষের রায় আমরা মেনে নিচ্ছি। আমি জিতেছি, কিন্তু এটা জয় উদ্‌যাপনের সময় নয়। বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে।’’

২০১৩ সালে দিল্লিতে প্রথম ক্ষমতায় এসেছিল কেজরীর দল। পর পর তিন বার তিনি রাজধানীর মুখ্যমন্ত্রী হয়েছেন (প্রথম বার ৪৮ দিনের জন্য)। আবগারী দুর্নীতি মামলায় কেজরীকে গ্রেফতার করেছিল ইডি। দীর্ঘ দিন তিনি জেলে ছিলেন। তখনও মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেননি। পরে আদালতের নির্দেশ অনুযায়ী, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে কেজরী কুর্সি ছাড়েন। দিল্লির মুখ্যমন্ত্রী হন আতিশী মার্লেনা। ২০২৫ সালে ক্ষমতায় ফিরলে কেজরীই আবার মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসতেন। কিন্তু তা হল না। বিজেপির বিপরীতে কার্যত ভরাডুবি হয়েছে আপের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement