বৈজলের বাড়িতে ধর্নায় কেজরী

দিল্লির উপ-রাজ্যপাল অনিল বৈজলের বাসভবনের ওয়েটিং রুমে ঢুকে একেবার ধর্নায় বসে পড়লেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল।

Advertisement

নয়াদিল্লি

শেষ আপডেট: ১২ জুন ২০১৮ ০৩:৩৬
Share:

ছবি: পিটিআই।

দিল্লির উপ-রাজ্যপাল অনিল বৈজলের বাসভবনের ওয়েটিং রুমে ঢুকে একেবার ধর্নায় বসে পড়লেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল।

Advertisement

মুখ্যমন্ত্রীর অভিযোগ, দিল্লিবাসীর ঘরের দরজায় রেশন পৌঁছে দিতে তাঁর সরকার যে পরিকল্পনা করেছে, তাতে বাধা দিচ্ছেন আইএএস অফিসাররা। কাজ বয়কট করা অফিসারদের শাস্তি দিতে হবে। মাসখানেক আগেই বৈজলের বাসভবনের বাইরে ধর্নায় বসেছিলেন কেজরী। আক আজ ধর্না দিতে বৈজলের বাড়ির ভিতরেই ঢুকে পড়েছেন তিনি। মনীশ সিসৌধিয়া, গোপাল রাই, সত্যেন্দ্র জৈনদের মতো দলের নেতা-মন্ত্রীদের নিয়ে বৈজলের বাসভবনে পৌঁছন কেজরী। ওই ধর্নার ছবিও প্রকাশ করেছে আপ। তবে আপ সূত্রের দাবি, উপ-রাজ্যপাল আমলাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাজি নন। দিল্লির সরকার চালাতে পদে পদে হোঁচট খেতে হচ্ছে, দিল্লির প্রাপ্য অর্থ মিলছে না— এই ক্ষোভ জানিয়ে পূর্ণ রাজ্যের জন্য প্রস্তাব পাশ হয় বিধানসভাতেও। লোকসভা ভোটের আগে বিষয়টিতে হাওয়া দিতে আন্দোলন শুরু করেছে আপ। নিশানায় মোদী সরকার ও তাদের প্রতিনিধি উপ-রাজ্যপাল। লেফটেন্যান্ট গভর্নরের হাতে শাসন চলছে নাকি নির্বাচিত সরকারের হাতে— সে প্রশ্ন তোলেন কেজরী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement