মানহানির মামলায় বিচার হবে কেজরীর

দিল্লির পুরভোটের আগে আদালতে ধাক্কা খেলেন অরবিন্দ কেজরীবাল। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির দায়ের করা মানহানির মামলায় আজ দিল্লির মুখ্যমন্ত্রীর বিচার শুরুর নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট। শুনানি শুরু হবে ২০ মে থেকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৭ ০৩:৩৯
Share:

অরবিন্দ কেজরীবাল

দিল্লির পুরভোটের আগে আদালতে ধাক্কা খেলেন অরবিন্দ কেজরীবাল। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির দায়ের করা মানহানির মামলায় আজ দিল্লির মুখ্যমন্ত্রীর বিচার শুরুর নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট। শুনানি শুরু হবে ২০ মে থেকে।

Advertisement

নিজের সচিবের দফতরে সিবিআই হানার পর জেটলির বিরুদ্ধে দিল্লি ক্রিকেট সংস্থা (ডিডিসিএ)-তে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন কেজরীবাল। তাঁর দাবি ছিল, ডিডিসিএ-র সভাপতি থাকার সময়ে জেটলি যে দুর্নীতি করেছিলেন, সেই সংক্রান্ত রিপোর্টের খোঁজেই হানা দিয়েছিল সিবিআই। তার পরেই কেজরীবাল ও অন্য আপ-নেতাদের বিরুদ্ধে দু’টি মানহানির মামলা করেন জেটলি। একটি ১০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে মামলা, অন্যটি ফৌজদারি মামলা।

জেটলির অভিযোগ ছিল, রাজনৈতিক ফায়দা নিতে কেজরীবাল তাঁর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তুলেছেন। মানহানির অভিযোগ সঠিক কি না, তা নিয়ে এত দিন শুনানিতে কেজরীবালের হয়ে সওয়াল করেছিলেন রাম জেঠমলানী। আজ মুখ্য মেট্রোপলিটান ম্যাজেস্ট্রেট সুমিত দাসের আদালতে শুনানি শুরু হতে জেটলির অনুপস্থিতি নিয়ে দু’পক্ষের আইনজীবীদের তীব্র বাদানুবাদ শুরু হয়। কেজরীবাল ও তাঁর দলের নেতারা কেউই ভুল স্বীকার করে ক্ষমাপ্রার্থনায় রাজি হননি। ফলে আদালত তাঁদের বিচার শুরু করার নির্দেশ দেয়।

Advertisement

প্রস্তুতি: দিল্লি পুরভোটের কথা মাথায় রেখে নেতা-কর্মীদের সঙ্গে সম্মেলনে বিজেপি সভাপতি অমিত শাহ। রয়েছেন বেঙ্কাইয়া নায়ডু এবং মনোজ তিওয়ারি। শনিবার দিল্লির রামলীলা ময়দানে। ছবি: পিটিআই।

আগামী মাসেই দিল্লির তিনটি পুরসভায় নির্বাচন। তিনটিই এখন বিজেপির দখলে। উত্তরপ্রদেশের পরে দিল্লির পুরভোটেও জয় ধরে রাখতে মরিয়া অমিত শাহ আজ মাঠে নেমে পড়েছেন। রামলীলা ময়দানে বিজেপির নেতা-কর্মীদের সম্মেলন করেছেন তিনি। সেখানে অভিযোগ তুলেছেন, গত কয়েক বছরে কেজরীবালের সরকারের মতো দুর্নীতি কেউ করেনি। কেজরীবাল এখন থেকেই উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলতে শুরু করেছেন। এ দিকে আপ-নেতারা অভিযুক্ত হচ্ছেন শ্লীলতাহানি থেকে দুর্নীতির দায়ে।

প্রতিপক্ষের তোপ তো থাকবেই। কিন্তু তিন পুরসভার দখল নিতে ঝাঁপানোর আগে মানহানির মামলার বিচার কেজরীবালের বাড়তি মাথাব্যথা হয়ে রইল বলেই মনে করছেন রাজনীতির কারবারিরা।

আরও পড়ুন: জুলুমে বন্ধ পাঁঠা, মুরগিও

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন