আসারাম শুনানি

আদালতে ভক্তদের ভিড় এড়াতে ফের জেল চত্বরেই আসারাম বাপুর বিচার প্রক্রিয়া চালানোর আবেদন জানাল রাজস্থান পুলিশ।

Advertisement
শেষ আপডেট: ০৫ অগস্ট ২০১৬ ০৩:১৬
Share:

আদালতে ভক্তদের ভিড় এড়াতে ফের জেল চত্বরেই আসারাম বাপুর বিচার প্রক্রিয়া চালানোর আবেদন জানাল রাজস্থান পুলিশ। পুলিশের অভিযোগ, গত বছর রাজস্থান হাইকোর্টে নাবালিকা ধর্ষণের মামলায় অভিযুক্ত স্বঘোষিত ধর্মগুরু আসারামের শুনানি চলাকালীন ভক্তদের চাপে নাজেহাল হতে হয় পুলিশবাহিনীকে। ভিড় সামলাতে মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী। অভিযোগ ওঠে শান্তিভঙ্গেরও। সে বার জেল চত্বরেই বিচার প্রক্রিয়া চালানোর নির্দেশ দিয়েছিল আদালত। আদালতের এই রায়ের বিরুদ্ধে পাল্টা আবেদন জানান আসারাম।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement