Ashok Gehlot

বিএসপি-কে ঠকিয়ে বিধায়কদের কংগ্রেসে নিয়ে গিয়েছিলেন গহলৌত, তির মায়াবতীর

গহলৌতের বিরুদ্ধে বিধায়ক কেনার অভিযোগ এনে ওই রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবিও তুলেছেন মায়াবতী।

Advertisement

সংবাদ সংস্থা

লখনউ শেষ আপডেট: ১৮ জুলাই ২০২০ ১৫:৩৯
Share:

গহলৌতকে নিশানা করলেন মায়াবতী। ছবি: সংগৃহীত।

বিজেপির বিরুদ্ধে বিধায়ক কেনাবেচার অভিযোগ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত। এ বার সেই একই অভিযোগ উঠল গহলৌতের বিরুদ্ধে। গহলৌতকে নিশানা করলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিএসপি সুপ্রিমো মায়াবতী। তাঁর দাবি, আগের বার রাজস্থানে ক্ষমতায় থাকাকালীন একই কাজ করেছেন অশোক গহলৌত। বিএসপি-কে ঠকিয়ে তাঁর নিজের বিধায়কদের দল ভাঙিয়ে কংগ্রেসে টেনে নেন রাজস্থানের মুখ্যমন্ত্রী। গহলৌতের বিরুদ্ধে বিধায়ক কেনার অভিযোগ এনে ওই রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবিও তুলেছেন মায়াবতী।

Advertisement

রাজস্থানের সরকার ফেলতে সদ্য উপমুখ্যমন্ত্রীর পদ খোয়ানো সচিন পাইলট ও তাঁর অনুগামী ১৮ বিধায়ককে বিজেপি টাকার টোপ দিচ্ছে বলে অভিযোগ করেছেন গহলৌত। ওই রাজ্যে গহলৌত বনাম টিম সচিনের দ্বৈরথের জল গড়িয়েছে আদালত পর্যন্ত। এরই মাঝে প্রকাশ্যে এসেছে কেন্দ্রীয় মন্ত্রী ও সচিন-ঘনিষ্ঠ কংগ্রেস বিধায়কের তথাকথিত কথোপকথনের একাধিক অডিয়ো টেপ। রাজস্থানের কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, রাজ্যে সরকার ফেলতে রাজস্থানের বিজেপি নেতা তথা কেন্দ্রীয় জলশক্তিমন্ত্রী গজেন্দ্র সিংহ শেখাওয়াত সক্রিয়। সচিন পাইলট ও তাঁর অনুগামী কংগ্রেস বিধায়কদের সঙ্গে মিলে গহলৌত সরকার ফেলার ষড়যন্ত্র করছিলেন শেখাওয়াত। একটি অডিয়ো টেপে শোনা গিয়েছে সচিন-ঘনিষ্ঠ কংগ্রেস বিধায়ক ভাঁওয়ার লাল শর্মার সঙ্গে বিজেপি নেতা তথা ব্যবসায়ী সঞ্জয় জৈনের কথোপকথন। তাতে অর্থের বিনিময়ে সরকার ফেলার কথাও শোনা গিয়েছে। রাজ্য সরকারের ওই অডিয়ো টেপের সত্যতা নিয়ে প্রশ্ন উঠলেও তা নিয়ে কংগ্রেস-বিজেপি তরজা শুরু হয়েছে। এই আবহে গহলৌতের বিরুদ্ধে সরাসরি বিধায়ক কেনার অভিযোগ এনে বিএসপি সুপিমো মায়াবতীর দাবি, ফোনে আড়ি পেতে গহীন অপরাধ করছে রাজস্থান সরকার। গহলৌত সরকারকে বরখাস্ত করে রাজস্থানে রাষ্ট্রপতি শাসনের দাবিও তুলেছেন মায়াবতী।

মায়াবতীর মতোই গহলৌতকে বিঁধেছেন রাজস্থানের প্রাক্তন মন্ত্রী রমেশ মিনা। গহলৌতের অভিযোগের প্রসঙ্গ তুলে তাঁর প্রশ্ন, বিএসপি বিধায়কদের কংগ্রেসে আনার জন্য কত টাকার টোপ দেওয়া হয়েছিল?

Advertisement

আরও পড়ুন: কংগ্রেস আড়ি পেতেছিল বিধায়কদের ফোনে? সিবিআই তদন্ত দাবি বিজেপির

আরও পড়ুন: এক বছরের মধ্যে মুখ্যমন্ত্রী করতে লাগাতার চাপ সচিনের! দাবি প্রিয়ঙ্কা ঘনিষ্ঠদের

আগের বার রাজস্থানে ক্ষমতাসীন থাকার সময় বিএসপি ছেড়ে কংগ্রেসে যোগদান করেন মিনা। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী সত্যি করে বলা উচিত, গত কংগ্রেস সরকারের সময় বিএসপি ছেড়ে আমরা কংগ্রেসে যোগ দেওয়ার সময় আমাদের কত টাকা করে দেওয়া হয়েছিল!”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন