ছবি: এআই সহায়তায় প্রণীত।
নির্মীয়মাণ উড়ালপুলের আশপাশে প্রচুর খোলা নর্দমা। তাতেই পড়ে গিয়ে বছর তিনেকের এক শিশুর মৃত্যুর ঘটনায় অসমে গ্রেফতার তিন জন। ধৃতদের মধ্যে এক জন উড়ালপুল নির্মাণকারী সংস্থার কর্ণধার এবং বাকি দু’জন কর্মী।
পুলিশ জানিয়েছে, মৃত শিশুর নাম সুনীত কুমার। গত বুধবার আর্যনগর এলাকায় ঘটনাটি ঘটেছে। এক পুলিশ আধিকারিক জানান, মৃত শিশুর বাবা থানায় অভিযোগ দায়ের করেছিলেন। তাতে নির্মাণকারী সংস্থার বিরুদ্ধে উদাসীনতা, গাফিলতির অভিযোগ তুলেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার হয়েছেন তিন জন।
পুলিশ আধিকারিকই জানিয়েছেন, এলাকার সিসিটিভি ফুটেজ মিলেছে। তাতে দেখা গিয়েছে, এলাকা জুড়ে খোলা নর্দমা। তা বন্ধ করার কোনও ব্যবস্থাই করা হয়নি।
সম্প্রতি ওই নির্মীয়মাণ উড়ালপুল থেকে ৫০০ কিলোমিটার দূরে আরও একটি মর্মান্তিক ঘটনা ঘটে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল এক শ্রমিকের। পুলিশ আধিকারিক বলেন, ‘‘আগের ঘটনাতেও একটি মামলা রুজু হয়েছিল। এ বার বিষয়টিকে দুর্ঘটনা বলে মানা যায় না।’’