চলতি বছরেই শিক্ষক নিয়োগ

চলতি বছরেই অসম সরকার ১১ হাজারেরও বেশি টেট উত্তীর্ণ শিক্ষক নিয়োগ করবে। শিক্ষামন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা জানান, ডিসেম্বর মাসের মধ্যে বিএস ডিগ্রি বা ডিএস ডিপ্লোমা পাওয়া ৫ হাজার ১৪৪ জন প্রাথমিক ও ৬ হাজার ১৩৪ জন নিম্ন প্রাথমিক শিক্ষককে নিয়োগ করা হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গুয়াহাটি শেষ আপডেট: ৩১ অগস্ট ২০১৬ ০২:৫১
Share:

চলতি বছরেই অসম সরকার ১১ হাজারেরও বেশি টেট উত্তীর্ণ শিক্ষক নিয়োগ করবে। শিক্ষামন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা জানান, ডিসেম্বর মাসের মধ্যে বিএস ডিগ্রি বা ডিএস ডিপ্লোমা পাওয়া ৫ হাজার ১৪৪ জন প্রাথমিক ও ৬ হাজার ১৩৪ জন নিম্ন প্রাথমিক শিক্ষককে নিয়োগ করা হবে। আগামী কালই প্রয়োজনীয় বিজ্ঞাপন প্রকাশ করা হবে। ষষ্ঠ তফশিলভুক্ত এলাকাগুলি বাদে গোটা রাজ্যে এই নিয়ম কার্যকর হবে বলে তিনি জানান।

Advertisement

প্রশাসনিক সূত্রে খবর, গত জুলাইয়ে ৭ হাজার ২৩৪ জন শিক্ষকের চাকরি স্থায়ী করেছিল সরকার। হিমন্ত জানান, পরের বছর মার্চে ফের শিক্ষক নিয়োগ করা হবে। মন্ত্রী জানান, কেন্দ্রের নিয়ম মেনেই এখন মাধ্যমিক বা উত্তমাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগে বিএড ডিগ্রি বাধ্যতামূলক করা হয়েছে। আপাতত রাজ্যে সর্ব শিক্ষা অভিযানের অধীনে টেট উত্তীর্ণ ৩৮ হাজার শিক্ষক চুক্তিভিত্তিক কাজ করছেন। হিমন্ত আশ্বাস দেন, টেট উত্তীর্ণ শিক্ষকদের পর্যায়ক্রমে স্থায়ী করা হবে।

এ দিকে, বড়ো স্বশাসিত পরিষদে চুক্তির ভিত্তিতে নিযুক্ত শিক্ষকরা গত ১৫ মাস ধরে মাইনে পাচ্ছেন না। তাঁরা জানিয়েছেন, বিটিসি প্রশাসন অবিলম্বে বকেয়া বেতন না মেটালে ৫ সেপ্টেম্বর থেকে তাঁরা আন্দোলনে নামবেন।

Advertisement

শিক্ষকদের অভিযোগ, গত বছর ফেব্রুয়ারি মাসে মাসিক ৮ হাজারটাকা চুক্তিতে ৩ হাজার ৩১১ জন শিক্ষক নিয়োগ করেছিল বিটিসি। তাঁদের মধ্যে ৮০০ জন পরে বিটিসি এলাকার বাইরে বদলি হন। তাঁরা নিয়ম মতো বেতন পাচ্ছেন। কিন্তু বিটিসির অধীনে থাকা শিক্ষকরা প্রথম তিনমাস বেতন পেলেও তার পর থেকেই তা বন্ধ। শিক্ষকদের দাবি, বিটিসি এলাকা স্বশাসিত পরিষদ হলেও তা পরোক্ষে সরকারেরই অঙ্গ। শিক্ষকদের বক্তব্য, তাই রাজ্য সরকার এই দায় এড়াতে পারে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন