ভোটের পরে রাজস্থানে রাস্তায় পড়ে থাকল ইভিএম!

গাফিলতির অভিযোগে আব্দুল রফিক এবং নাভাল সিংহ পাটোয়ারি নামে দুই আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৮ ০২:২৬
Share:

প্রতীকী ছবি।

রাজস্থানে ভোটের পরে রাস্তায় পড়ে থাকতে দেখা গেল ইভিএম। শুক্রবার কিসানগঞ্জ বিধানসভা কেন্দ্রের শাহাবাদ এলাকার মুগাওলি গ্রামের কাছে ২৭ নম্বর হাইওয়েতে ভোটযন্ত্রটিকে পড়ে থাকতে দেখে গ্রামবাসীরা পুলিশে খবর দেন। পুলিশ ইভিএমটি উদ্ধার করে। ইভিএমটি ‘সিল’ করা ছিল। তাই সেটি যে ভোটে ব্যবহৃত হয়েছে, তা স্পষ্ট। নির্বাচন কমিশনের এক কর্তা বলেছেন, ‘‘সম্ভবত ভুল করে রাস্তায় পড়ে গিয়েছে।’’

Advertisement

সূত্রের খবর, গাফিলতির অভিযোগে আব্দুল রফিক এবং নাভাল সিংহ পাটোয়ারি নামে দুই আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে।

শুক্রবারই রাজস্থান, তেলঙ্গানার ভোট মিটতেই কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী আশঙ্কা প্রকাশ করেছিলেন, ভোটযন্ত্রে কারচুপি করে জেতার চেষ্টা করতে পারে বিজেপি। তাই দলীয় কর্মীদের সতর্ক থাকতে হবে। সব মিলিয়ে ইভিএম বিতর্ক অব্যাহত। এর আগে মধ্যপ্রদেশে ভোটের দু’দিন পরে একটি নম্বর প্লেটহীন গাড়িতে ইভিএম মিলেছে।

Advertisement

আরও পড়ুন: জাতিভেদে ক্লাস ভাগ বিহারে

আরও পড়ুন: ইন্দিরার দেহরক্ষীই, কি ভরসা কংগ্রেসের

মধ্যপ্রদেশের এক বিজেপি নেতার হোটেলে ইভিএম নিয়ে ধরা পড়েন এক ভোটকর্মী। ছত্তীসগঢ়ের স্ট্রং রুমে ল্যাপটপ নিয়ে ঢুকে পড়ে দুই ব্যক্তি আটক হয়েছেন। রাজস্থান ভোটেও ইভিএম কারচুপির অভিযোগ উঠেছে। এ বার সেই রাজস্থানেই রাস্তায় ইভিএম মেলায় ফের সরব হয়েছেন বিরোধীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement