COVID-19

Covaxin: কোভ্যাক্সিনকে ছাড়পত্র দেওয়া হতে পারে আগামী সপ্তাহে, ঘোষণা হু-র আধিকারিকের

কোভ্যাক্সিন প্রস্তুতকারক সংস্থা ভারত বায়োটেক লিমিটেড ধারাবাহিক ভাবে ‘হু’-কে প্রয়োজনীয় নথি সরবরাহ করে চলেছে বলে জানিয়েছে ‘হু’।

Advertisement

সংবাদ সংস্থা

জেনিভা শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২১ ১৪:০৮
Share:

প্রতীকী ছবি।

ভারতে তৈরি প্রথম করোনা টিকা কোভ্যাক্সিনকে ছাড়পত্র দেওয়ার বিষয়ে ফের কিছু নথি চেয়ে পাঠিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র বিশেষজ্ঞ কমিটি। যা নিয়ে প্রশ্ন উঠেছে ইতিমধ্যেই। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার জেনিভায় সাংবাদিক বৈঠক করে সংস্থার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জেনারেল মরিয়ঞ্জিলা সিমাও বললেন, ‘‘আমরা বিশ্বাস করি ভারতীয় টিকা নির্মাতা সংস্থাগুলি উচ্চমানের কোভিড টিকা বানাতে সক্ষম।’’

মঙ্গলবার সাংবাদিক হু-র আধিকারিক মার্গারেট হ্যারিস বলেছিলেন, ‘‘সব কিছু ঠিক ঠাক থাকলে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই এ সংক্রান্ত একটি সুপারিশ আশা করতে পারি।’’ কিন্তু মরিয়ঞ্জিলা জানিয়েছেন, সেই প্রক্রিয়ায় আরও সপ্তাহখানেক দেরি হতে পারে। কোভ্যাক্সিন প্রস্তুতকারক সংস্থা ভারত বায়োটেক লিমিটেড ধারাবাহিক ভাবে ‘হু’-কে প্রয়োজনীয় নথি সরবরাহ করে চলেছে বলেও জানান তিনি।

Advertisement

সেপ্টেম্বরের শেষ সপ্তাহে হু’-র তরফে জানানো হয়েছিল মানবদেহে কোভ্যাক্সিন পরীক্ষার ফল সংক্রান্ত কয়েকটি প্রশ্নের উত্তর তখনও পাওয়া যায়নি। সেগুলি জানতে চাওয়া হয়েছে। তাই ‘টেকনিক্যাল কারণে’ ছাড়পত্র দিতে কিছু দেরি হতে পারে। এর পর মানবদেহে পরীক্ষার (হিউম্যান ক্লিনিক্যাল ট্রায়াল) তৃতীয় পর্যায়ের বিশদ তথ্য নির্মাতা সংস্থার তরফে ‘হু’-কে দেওয়া হয়। এর পর মঙ্গলবার হু-র বিশেষজ্ঞ কমিটি ফের কিছু তথ্য চেয়েছে ভারত বায়োটেকের কাছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন