ঝড়বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি। ছবি: সংগৃহীত।
ঝড়বৃষ্টিতে বিপর্যস্ত নয়াদিল্লি এবং সংলগ্ন এলাকা। দিল্লির দ্বারকায় ঝোড়ো হাওয়ায় একটি ঘর ভেঙে পড়ে। ঘরের ভিতর ছিলেন তিন শিশু এবং এক মহিলা। চার জনেরই মৃত্যু হয়েছে। অন্য দিকে, ভারী বৃষ্টিতে জল জমেছে দিল্লি বিমানবন্দরের নানা অংশে। ফলে শুক্রবার সকাল থেকেই বিমান পরিষেবা ব্যাহত হয়েছে সেখানে। দিল্লিগামী ৪০টি বিমানকে অন্যত্র ঘুরিয়ে দেওয়া হয়েছে। অন্তত ১০০টি বিমান দেরিতে চলছে। দিল্লি বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনালে একটি লোহার কাঠামো ভেঙে পড়েছে।
আবহাওয়া দফতর আগেই দিল্লিতে ভারী বৃষ্টি এবং ঝড়ের পূর্বাভাস দিয়ে লাল সতর্কতা জারি করেছিল। শুক্রবার ভোর সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে দিল্লির প্রগতি ময়দান এলাকায় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৭৮ কিলোমিটার। নজ়ফগড়ে ছিল ৫৬ কিলোমিটার এবং লোধি রোডে ছিল ৫৯ কিলোমিটার। ভারী বৃষ্টিতে জল জমেছে লাজপত নগর, আরকে পুরম এবং দ্বারকায়।
দিল্লি বিমানবন্দরের তরফে যাত্রীদের জানানো হয়েছে, প্রতিকূল আবহাওয়ার কারণে বিমান পরিষেবা ব্যাহত হতে পারে। তাই প্রত্যেক যাত্রীকে বিমান পরিবহণ সংস্থাগুলির ঘোষণার উপর নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো-ও যাত্রীদের একই পরামর্শ দিয়েছে।