Atishi

দিল্লি: সরব অতিশীরা

সদ্যপ্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ নেত্রী অতিশীর দাবি, ‘‘প্রধানমন্ত্রী তো মহিলাদের ফোন নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে জুড়তে বলেছিলেন। ৮ তারিখেই তাঁরা ফোনে টাকা জমা পড়ার কথা জানতে পারবেন বলে ঘোষণা করেছিলেন। সেই ‘গ্যারান্টি’র কী হল?”

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৫ ০৮:০৪
Share:

আপ নেত্রী অতিশী। —ফাইল চিত্র।

নারীদিবসের দিনেই দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত জানিয়েছিলেন, দিল্লির মহিলাদের মাসে আড়াই হাজার টাকা অনুদানের সিদ্ধান্ত কার্যকর করা হবে। মন্ত্রিসভার বৈঠকে এই প্রকল্পের জন্য ৫১০০ কোটি টাকা অনুমোদিত হয়েছে বলেও জানান তিনি। কিন্তু বিরোধী দল আপ এবং কংগ্রেস উভয়েই অভিযোগ করছে, এও আর এক ‘জুমলা’।

সদ্যপ্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ নেত্রী অতিশীর দাবি, ‘‘প্রধানমন্ত্রী তো মহিলাদের ফোন নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে জুড়তে বলেছিলেন। ৮ তারিখেই তাঁরা ফোনে টাকা জমা পড়ার কথা জানতে পারবেন বলে ঘোষণা করেছিলেন। সেই ‘গ্যারান্টি’র কী হল? এ তো স্রেফ জুমলা!’’ দিল্লিতে আপ-এর আহ্বায়ক গোপাল রাইয়ের অভিযোগ, ‘‘মন্ত্রিসভার বৈঠকে বরাদ্দ অনুমোদন করা যায় না। বরাদ্দ আগেভাগে ঘোষণাও করা যায় না।’’ অন্য দিকে কংগ্রেসের দাবি হল, এই প্রকল্পে খুব কমসংখ্যক মহিলাই উপকৃত হবেন। বিজেপি অবশ্য চুপ নয়। দিল্লির বিজেপি প্রেসিডেন্ট বীরেন্দ্র সচদেবের পাল্টা প্রশ্ন, ‘‘পঞ্জাবে ২০২১ আর দিল্লিতে ২০২৪-এ আপ-এর মহিলা পেনশন প্রকল্প ঘোষণা জুমলা ছিল?’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন