এটিএম দুর্ভোগের শেষ কবে তা এখনই বলা মুশকিল। আজ, বৃহস্পতিবার এটিএম খুলে দেওয়ার কথা থাকলেও বেশিরভাগ এটিএম-ই বন্ধ ছিল সকাল থেকে। হাতে গোনা যে ক’টি এটিএম খুলেছিল তাতে লম্বা লাইন। টাকা ফুরিয়ে খালি মেশিন পড়ে রয়েছে অনেক জায়গাতেই। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেছিলেন, সাত দিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু বাস্তব চিত্রটা তার সঙ্গে একেবারেই মিলছে না। ভারতীয় স্টেট ব্যাঙ্ক চেয়ারপারসন অরুন্ধতী ভট্টাচার্য পর্যন্ত জানিয়ে দিয়েছেন, মুম্বইয়ের এটিএম পরিষেবা স্বাভাবিক হতে সময় লাগবে অন্তত ১০ দিন। মুম্বইয়ের মতো বাণিজ্যনগরীতে পরিষেবা স্বাভাবিক হতে যদি ১০ দিন লেগে যায় তা হলে দেশের অন্য শহরগুলিতে বা মফস্সল এলাকার এটিএম পরিষেবা স্বাভাবিক হতে কত দিন লাগবে কে জানে! কোন কোন সমস্যার জটে আটকে আছে এটিএম পরিষেবা তা দেখে নিন এক নজরে।
আরও পড়ুন...
বেশির ভাগ এটিএম বন্ধ, খুললেও দ্রুত টাকা শেষ, হয়রানির একশেষ সর্বত্র