Viral Video

‘কেন বাবু বলে ডাকবি!’ মাঝরাস্তায় প্রেমিকের প্রাক্তন প্রেমিকার সঙ্গে চুলোচুলি তরুণীর, কানপুরের ভিডিয়ো ভাইরাল

প্রাক্তন প্রেমিকের বর্তমান প্রেমিকার কাছে মারধর খেয়ে কাঁদতে শুরু করে দেন তরুণী। মারধর খেয়ে ক্ষমাও চান তিনি। কিন্তু তাঁকে চড় মেরেই যাচ্ছিলেন অন্য তরুণী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৬ ১০:০০
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

এক তরুণীর সঙ্গে সম্পর্কে ছিলেন তরুণ। সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর আবার অন্য তরুণীর সঙ্গে প্রেম করছেন তিনি। তরুণের বর্তমান এবং প্রাক্তন প্রেমিকার মধ্যে তাঁকে নিয়েই বাধল অশান্তি। তরুণকে তাঁর প্রাক্তন প্রেমিকা ‘বাবু’ বলে সম্বোধন করেছেন। তা জানতে পেরে প্রেমিকের প্রাক্তন প্রেমিকার সঙ্গে মাঝরাস্তায় চুল ধরে টানাটানি শুরু করলেন তরুণের বর্তমান প্রেমিকা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ঘটনাটি উত্তরপ্রদেশের কানপুরে যশোদানগর এলাকায় ঘটেছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, এক তরুণী অন্য তরুণীর চুল ধরে টেনে মাঝরাস্তায় তাঁকে শুইয়ে দিয়েছেন। রাস্তায় ফেলে ক্রমাগত চড়-থাপ্পড় মেরে চলেছেন তাঁকে। মারধর করতে করতে সেই তরুণী চিৎকার করে বলছেন, ‘‘অভিষেককে তুই ছেড়ে চলে গিয়েছিস। ও এখন আমার। এখনও কেন ওকে বাবু বলে ডাকিস তুই? আর কখনও আমার প্রেমিককে বাবু বলে ডাকবি?’’ মারধর খেয়ে কাঁদতে শুরু করে দেন অন্য তরুণী।

প্রাক্তন প্রেমিকের বর্তমান প্রেমিকার কাছে ক্ষমাও চান তিনি। কিন্তু তাঁকে চড় মেরেই যাচ্ছিলেন তরুণী। পাশ দিয়ে গাড়ি ছুটে গেলেও কেউ দুই তরুণীর অশান্তি থামাচ্ছিলেন না। উপায় না দেখে বাধ্য হয়ে পথচারীদের কাছে সাহায্য চাইলেন তরুণী। সেখানেই শেষ হয়ে যায় ভিডিয়োটি। সমাজমাধ্যমের পাতায় ভিডিয়োটি ছড়িয়ে পড়তে তা দেখে সমালোচনার বন্যা বয়ে যায় নেটপাড়ায়। কানপুর পুলিশের নজরে ভিডিয়োটি পড়তে তাদের তরফে জানানো হয় যে, এখনও পর্যন্ত এই প্রসঙ্গে কেউ থানায় অভিযোগ দায়ের করেননি। স্বতঃপ্রণোদিত ভাবে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement