National news

এ বার মার খেয়ে হাসপাতালে ‘গোরক্ষক’ বাহিনীই

শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে পুণে থেকে ১০০ কিলোমিটার দূরে মহারাষ্ট্রের শ্রীগোন্ডাতে। মার খাওয়া সাত জনই শ্রীগোন্ডার একটি হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০১৭ ১৫:৩৫
Share:

প্রতীকী ছবি।

স্বঘোষিত গোরক্ষকদের তাণ্ডব গত বেশ কিছু দিন ধরেই ঘটে চলেছে বেশ কিছু রাজ্যে। এ বার সেই ‘গোরক্ষক’দেরই পাল্টা মারের মুখে পড়তে হল। ট্রাকে গরু নিয়ে যাওয়া হচ্ছে কি না যাচাই করতে গিয়ে মার খেয়ে হাসপাতালে ভর্তি সাত জন স্বঘোষিত গোরক্ষক। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে পুণে থেকে ১০০ কিলোমিটার দূরে মহারাষ্ট্রের শ্রীগোন্ডাতে। মার খাওয়া সাত জনই শ্রীগোন্ডার একটি হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

ঠিক কী হয়েছিল?

শনিবার সন্ধ্যায় মহারাষ্ট্রের আহমেদনগরের শ্রীগোন্ডায় কয়েকজন স্বঘোষিত গোরক্ষক একটি মিনি ট্রাক আটক করে। সেই ট্রাকে ১২টি গরু ছিল। পুলিশে খবর দেওয়া হলে তখনকার মতো ট্রাক চালক এবং তাঁর খালাসিকে আটক করে পুলিশ। এ পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু এর পর থানায় গিয়ে উপস্থিত হন কয়েকজন স্বঘোষিত গোরক্ষক। শুধু আটক না করে পুলিশের কাছে ট্রাক চালকদের গ্রেফতারের দাবি জানাতে থাকেন তাঁরা। এতেই পরিস্থিতি বিগড়ে যায়।

Advertisement

আরও পড়ুন:
ঘুমের মধ্যেই মাকে কোপাল বাবা, ভয়ে সিঁটিয়ে থাকল সন্তানরা

ক্ষতিপূরণ দিতে ২৪ বছর, বৃদ্ধার কাছে দুঃখপ্রকাশ আদালতের

থানার বাইরে ওই স্বঘোষিত গোরক্ষকরা যখন উচ্চপদস্থ কর্তাদের জন্য অপেক্ষা করছিলেন, সে সময়ই তাঁদের উপরে হামলা চালানো হয় বলে অভিযোগ। বাইরে থেকে কয়েকজন এসে তাঁদের লক্ষ্য করে ইট, পাথর ছোড়ে। লাঠি পেটাও করে।

ঘটনাস্থল থেকেই ২০ জন হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজ চলছে। পরিস্থিতি যাতে হাতের বাইরে চলে না যায় তার জন্য এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। হামলাকারীরা কারা তা জানতে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন