Advertisement
E-Paper

ক্ষতিপূরণ দিতে ২৪ বছর, বৃদ্ধার কাছে দুঃখপ্রকাশ আদালতের

বিরল ঘটনা ঘটালো মাদ্রাজ হাইকোর্ট। দুঃখপ্রকাশ করল সন্তান হারানো এক মায়ের কাছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০১৭ ১৪:৩৭
মাদ্রাজ হাইকোর্ট।- ফাইল চিত্র।

মাদ্রাজ হাইকোর্ট।- ফাইল চিত্র।

দীর্ঘসূত্রিতার জন্য এ দেশে কোনও মামলা দায়েরকারীর কাছে আদালত দুঃখপ্রকাশ করেছে, শুনেছেন কখনও?

সেই বিরল ঘটনা ঘটালো মাদ্রাজ হাইকোর্ট। দুঃখপ্রকাশ করল সন্তান হারানো এক বৃদ্ধা মায়ের কাছে।

ছেলের মৃত্যুর জন্য ক্ষতিপূরণ আদায় করতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন এক মা, ২৪ বছর আগে। তাঁর সাংবিধানিক অধিকার। ন্যায্য পাওনা আদায়ের ন্যায্য দাবি। কিন্তু ২৪ বছর ধরে সেই ক্ষতিপূরণের টাকা তাঁর হাতে পৌঁছয়নি।

মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি এন শেষাশায়ি ওই মামলার রায় দেওয়ার সময় সন্তান হারানো মাকে বলেছেন, ‘‘আমরা দুঃখিত। আমাদের জন্য আপনাকে অধিকার আদায়ে ২৪টা বছর অপেক্ষা করতে হল।’’ আদালত ক্ষতিপূরণ বাবদ ৩ লক্ষ ৪০ হাজার টাকা রাষ্ট্রায়ত্ত বিমা কোম্পানিটিকে অবিলম্বে মিটিয়ে দিতে বলেছে।

আরও পড়ুন- ব্রিটিশ মডেলকে সুটকেসে ভরে বেচে দেওয়ার চেষ্টা

আরও পড়ুন- মুকুলকে নিয়ে নরম বিজেপি! গুঞ্জন তৃণমূলে

’৯৩ সালের ১৮ মে’র ঘটনা। একটি সরকারি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় লরিচালক লোকেশ্বরণের। আইন অনুযায়ী, ক্ষতিপূরণ প্রাপ্য ছিল লোকেশ্বরণের ওপর একমাত্র নির্ভরশীল তাঁর মা বাক্কিয়ামের। কিন্তু তিনি একটা সামান্য ভুল করে ফেলেছিলেন। ক্ষতিপূরণের আর্জি জানিয়েছিলেন শ্রমিকদের ক্ষতিপূরণ আইন (১৯২৩) মোতাবেক। যা শিল্প দুর্ঘটনার ক্ষেত্রে প্রযোজ্য। লোকেশ্বরণের মায়ের আর্জি জানানোর কথা ছিল মোটর ভেহিকেলস অ্যাক্ট মোতাবেক মোটর অ্যাক্সিডেন্ট ক্লেমস ট্রাইব্যুনালে। তাই তাঁর আর্জি প্রাথমিক ভাবে খারিজ হয়ে গিয়েছিল। এর পর ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ চেয়ে লোকেশ্বরণের মা বাক্কিয়াম মামলা করেন মোটর অ্যাক্সিডেন্ট ক্লেমস ট্রাইব্যুনালে। ঠিক জায়গাতেই মামলা করেছিলেন বাক্কিয়াম। কিন্তু লোকেশ্বরণের লরিটির বিমা করা ছিল যে রাষ্ট্রায়ত্ত সংস্থায়, সেই ন্যাশনাল ইনস্যুর‌্যান্স কোম্পানি সেই আর্জি খারিজ করে দেয় এই যুক্তিতে যে, বাক্কিয়াম একই মামলা আগেও করেছিলেন অন্য একটি আইনে। কিন্তু বিমা কোম্পানির আপত্তি খারিজ করে দিয়ে মোটর অ্যাক্সিডেন্ট ক্লেমস ট্রাইব্যুনাল ৩ লক্ষ ৪০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয় বিমা সংস্থাটিকে। ট্রাইব্যুনালের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে মাদ্রাজ হাইকোর্টে যায় বিমা সংস্থাটি।

আরও পড়ুন- প্যারিস জলবায়ু চুক্তি ছাড়তে চিঠি আমেরিকার

সেই আপত্তি খারিজ করে দিয়ে মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি এন শেষাশায়ি অবিলম্বে লোকেশ্বরণের মাকে ওই ক্ষতিপূরণ দিয়ে দিতে বলেছেন বিমা সংস্থাটিকে। আর সেই রায় দিতে গিয়েই বিচারপতি এন শেষাশায়ি বলেছেন, ‘‘২৪ বছর ধরে এই ভদ্রমহিলা ক্ষতিপূরণের টাকা হাতে পাননি। এর জন্য দুঃখপ্রকাশ করছি।’’

Justice N. Seshashayee Madras High Court Chennai Compensation for Lorry Diver
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy