২০২২
Presented by
Powered by
Co - Powered by
In Association with
Mishti Mukh Partner
Beauty Partner
Gadgets Partner
Wellness Partner
Literature Partner
Trust Partner
Outdoor Partner
Back to
ফিরে দেখা বছরের বেস্ট

রেড কার্পেট

তিনি আসছেন, তাঁরা আসছেন! এ অবশ্য আগমন নয়, আবির্ভাব! যে আবির্ভাব তরঙ্গ তোলে চারপাশে। বছরের বেস্ট সন্ধ্যায় ছড়িয়ে গেল তাঁদের আবির্ভাব-হিল্লোল । মূল অনুষ্ঠানে প্রবেশের আগে রেড কার্পেটে চলতে চলতে তাঁরা থমকে দাঁড়ালেন। ঝলসে উঠল ক্যামেরার ফ্ল্যাশ বাল্ব। বন্দি হল রেড কার্পেট মুহূর্ত।

porimoni

বছরের বেস্ট সন্ধ্যার ‘মেঘমালা’! ঢাকা থেকে পরীমণির আলো এসে পড়ল কলকাতায়।

rittick

রেড কার্পেটে দাঁড়িয়েও কৌতূহল আর প্রশ্নের মুখে সাবলীল ঋত্বিক চক্রবর্তী।

abhijit

কলকাতা হাই কোর্ট থেকে সোজা বছরের বেস্ট সন্ধ্যায়। রেড কার্পেটে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

aveek

অতিথি অভ্যর্থনায় ব্যস্ত আনন্দবাজার অনলাইনের প্রধান সম্পাদক অভীক সরকার।

prasenjit

নায়কের প্রবেশ। বেস্ট সন্ধ্যার অনুষ্ঠানে ঢুকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

rituparna

নায়িকা সংবাদ! ঝলমলে এবং চনমনে ঋতুপর্ণা সেনগুপ্ত।

bratya

নাটক লেখা থেকে মন্ত্রিত্ব সামলানো, নানা ব্যস্ততার মধ্যেই বেস্ট সন্ধ্যায় ব্রাত্য বসু।

raima

‘কার মতো যেন তুই’! মনে পড়ে না কি রাইমা সেনকে দেখে?

anupam

নিজেকে নিজের মতো থাকতে না দিয়ে তারা ভরা সন্ধ্যায় শিল্পী অনুপম রায়।

Sukanta Majumdar

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বছরের বেস্ট সন্ধ্যায়।

neotia

রেড কার্পেটে শিল্পপতি হর্ষবর্ধন নেওটিয়া।

raima-koyel

এ বলে আমায় দেখ... পাশাপাশি কোয়েল মল্লিক এবং রাইমা সেন।

Rupam-wife

‘রূপসা’গরে রূপম।

sirsendu

বছরের বেস্ট সন্ধ্যার তারামণ্ডলে অন্যতম নক্ষত্র, সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়।

yash-nusrat

যশরত।

salim

লাল পতাকা নিয়ে জীবন। বেস্ট সন্ধ্যায় লাল কার্পেটে পা পড়ল সিপিএম নেতা মহম্মদ সেলিমের।

ritabhari

একগাল হাসিতে রেড কার্পেটে ঋতাভরী চক্রবর্তী।

kunal

অনুষ্ঠানে উপস্থিত তৃণমূল নেতা কুণাল ঘোষ।

koyel

‘মিতিন মাসি’ আবার কবে আসবে? কোয়েল মল্লিককে দেখে প্রশ্ন অনেকেরই।

sovon-boi

যুগলেই এলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় এবং শোভন চট্টোপাধ্যায়।

Madhu Neotia

মধু নেওটিয়া। মুখে মৃদু-মধুর হর্ষ।

Locket Chatterjee

নেত্রী-অভিনেত্রী। বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় রেড কার্পেটে।

Sohini Sarkar-Actor

সহজ সাজেও মোহিনী টান। সোহিনী সরকার।

Durba-Arna-Srijato

আনন্দবাজার অনলাইনের আমন্ত্রণে সস্ত্রীক কবি ও গায়ক। বাঁ দিক থেকে দূর্বা বন্দ্যোপাধ্যায়, অর্ণা শীল আচার্য, শ্রীজাত এবং শ্রীকান্ত আচার্য।

Lagnajita

‘বসন্ত’ সঙ্গে নিয়ে এসে গিয়েছেন লগ্নজিতা চক্রবর্তী।

babul

বাবুল সুপ্রিয় উপস্থিত রেড কার্পেটে।

Ranjan-Andalif

কলকাতায় বাংলাদেশের উপরাষ্ট্রদূত আন্দালিব ইলিয়াস (ডান দিকে) এবং বাংলাদেশ উপদূতাবাসের প্রেস সেক্রেটারি রঞ্জন সেন।

Suhotra (actor)

দুই গোয়েন্দাকে সামলানো চাট্টিখানি কথা! ‘ডাকঘর’-এর দামোদর (শেঠ নন) সুহোত্র মুখোপাধ্যায়।

rupankar

রেড কার্পেটে শিল্পী রূপঙ্কর।

usasi2

রেড কার্পেটে ঊষসী চক্রবর্তী।

sandipta

অনুষ্ঠানে উপস্থিত অভিনেত্রী সন্দীপ্তা সেন।

usashi ray

রেড কার্পেটে অভিনেত্রী ঊষসী রায়।

Ananya

অনন্যা ভৌমিক। পুষ্টিবিদ। পার্টিতেও মেপে খান?

suva

প্রসন্ন হাসিতে শিল্পী শুভাপ্রসন্ন।

ranadev

রেড কার্পেটে ক্রিকেটার রণদেব বসু।

rupam

একটু পরেই বছরের বেস্ট সন্ধ্যা ভরে উঠবে তাঁর গানে। বিশেষ অতিথি রূপম ইসলাম।

debasish

তৃণমূল নেতা দেবাশিস কুমার।

Swapan DG

বিজেপি নেতা স্বপন দাশগুপ্ত।

Suchetana-Meera

বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য এবং কন্যা সুচেতনা।

red

আড্ডায় মশগুল ঋতাভরী চক্রবর্তী, শিবপ্রসাদ মুখোপাধ্যায়রা।

Chandra shekhar

বন্ধন ব্যাঙ্কের কর্ণধার চন্দ্রশেখর ঘোষ।

Srikant Mohta

প্রযোজক শ্রীকান্ত মোহতা।

Bibriti

শুভ্র সাজই বছরের বেস্ট সন্ধ্যায় চাটুজ্যে অভিনেত্রীর বিবৃতি।

Pracheta Gupta

দুই সাহিত্যিক একসঙ্গে। প্রচেত গুপ্ত এবং কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়।

Rudraprasad Sengupta

নাট্যকার রুদ্রপ্রসাদ সেনগুপ্ত।

Abhijit Chowdhury

চিকিৎসক অভিজিৎ চৌধুরী

Sukanta

সাহিত্যিক সুকান্ত গঙ্গোপাধ্যায়।

srijata

বছরের বেস্ট অনুষ্ঠানে এলেন কবি শ্রীজাত।

Arup Chakraborty

কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী।

Atanu RoyChowdhury

চলচ্চিত্র প্রযোজক অতনু রায়চৌধুরী।

Dibyendu

বছরের বেস্ট সন্ধ্যায় বাংলার প্রথম গ্র্যান্ড মাস্টার।

Ramaprasad

শিল্পোদ্যোগী রমাপ্রসাদ বন্দ্যোপাধ্যায় বেস্ট সন্ধ্যার রেড কার্পেটে।

Suranjan Das

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস।

তারায় তারায় খচিত

বছরের বেস্ট

আমাদের পার্টনার্স

ইআইআইএলএম-কলকাতা

১৯৯৫ সালে শুরু। দীর্ঘ দু’দশকেরও বেশি সময় ধরে ম্যানেজমেন্ট শিক্ষাজগতে প্রথম সারির প্রতিষ্ঠান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে রেখেছে ইআইআইএলএম-কলকাতা। দৈনিক পাঠ্যক্রম হোক বা শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার, সময়ের সঙ্গে তাল মিলিয়ে শুরুর থেকেই বাস্তব চাহিদা অনুযায়ী দেশ-বিদেশের বিভিন্ন সংস্থায় শিক্ষার্থীদের কেরিয়ার সুনিশ্চিত করছে এই প্রতিষ্ঠান।