অসম

কৃষি বিভাগে টাকা নয়ছয়ের অভিযোগ অতুলের

কংগ্রেস সরকারের আমলে কোনও দুর্নীতি হয়েছে কি না, তা নিয়ে খোঁজখবর নিতে শুরু করেছেন নবনিযুক্ত মন্ত্রীরা। আচমকা তাঁরা হাজির হচ্ছেন নিজেদের দফতরে। আজ কৃষিমন্ত্রী অতুল বরা বিভাগের কাজকর্ম দেখার পর জানান, কংগ্রেসের আমলে ওই বিভাগে প্রায় ৭০০ কোটি টাকা নয়ছয় হয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। তিনি বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গুয়াহাটি শেষ আপডেট: ৩১ মে ২০১৬ ০৪:৩০
Share:

অতুল বরা

কংগ্রেস সরকারের আমলে কোনও দুর্নীতি হয়েছে কি না, তা নিয়ে খোঁজখবর নিতে শুরু করেছেন নবনিযুক্ত মন্ত্রীরা। আচমকা তাঁরা হাজির হচ্ছেন নিজেদের দফতরে।

Advertisement

আজ কৃষিমন্ত্রী অতুল বরা বিভাগের কাজকর্ম দেখার পর জানান, কংগ্রেসের আমলে ওই বিভাগে প্রায় ৭০০ কোটি টাকা নয়ছয় হয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। তিনি বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। অতুলবাবুর অভিযোগ, রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা ও পূর্ব ভারতে সবুজ বিপ্লব প্রকল্পের অধীনে ২০১২ থেকে ২০১৪ পর্যন্ত রাজ্য যে টাকা পেয়েছিল তা খরচ করা হয়নি। কৃষি বিভাগ প্রকল্পগুলি রূপায়ন না করলেও, সে জন্য বিভিন্ন সামগ্রী জোগান দিতে সরকারি অর্ডার মঞ্জুর করা হয়।

মন্ত্রী অতুল বরা এ দিন বলেন, ‘‘আমি এ নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছি। প্রকল্পে ঠিক কত টাকা নয়ছয় হয়েছে, বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা তদন্তের পরই জানা যাবে।’’

Advertisement

কৃষি বিভাগের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অবশ্য নতুন নয়। বিস্তর অভিযোগের জেরে আগের কৃষিমন্ত্রী নীলমণিসেন ডেকাকে সরিয়ে দিয়েছিলেন পূর্বতন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ।

সিআইডি প্রথমে কৃষি বিভাগের দুর্নীতি নিয়ে দু’টি মামলা শুরু করে। পরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কৃষি বিভাগে প্রায় ৩ হাজার কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগ নিয়ে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছিল। তার পর থেকে বিভাগের শতাধিক কর্তা ও কর্মী আগাম জামিনের আবেদন নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন