Delhi Accident

ফের বিলাসবহুল গাড়ির ধাক্কা স্কুটারে! এ বার দিল্লিতে, অডি-সমেত ধরা পড়লেন দুই তরুণ

সোমবার গভীর রাতে লাল রঙের একটি বিলাসবহুল অডি গাড়ি নিয়ে বেরিয়েছিলেন দুই তরুণ। অভিযোগ, দক্ষিণ দিল্লির লোধি রোড এলাকার জোরবাগ পোস্ট অফিসের কাছে অডি গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি স্কুটারে গিয়ে ধাক্কা মারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৩১
Share:

দুর্ঘটনার পর দুমড়েমুচড়ে যাওয়া সেই অডি গাড়ি। ছবি: সংগৃহীত।

ফের বিলাসবহুল গাড়ির ধাক্কা! এ বার দেশের রাজধানীতে। সোমবার গভীর রাতে দক্ষিণ দিল্লির লোধি রোড এলাকায় ঘটনাটি ঘটেছে। গাড়ির ধাক্কায় গুরুতর জখম হয়েছেন দুই স্কুটারআরোহী। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এর পরেই ওই বিলাসবহুল গাড়িটিকে আটক করেছে পুলিশ। আটক করা হয়েছে গাড়িতে থাকা দুই তরুণকেও।

Advertisement

সোমবার গভীর রাতে লাল রঙের একটি বিলাসবহুল অডি গাড়ি নিয়ে বেরিয়েছিলেন দুই তরুণ। অভিযোগ, দক্ষিণ দিল্লির লোধি রোড এলাকার জোরবাগ পোস্ট অফিসের কাছে অডি গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি স্কুটারে গিয়ে ধাক্কা মারে। সংঘর্ষের অভিঘাতে ছিটকে পড়েন স্কুটারে থাকা নৈতিক ও তুষার নামে দুই আরোহী। তড়িঘড়ি দু’জনকেই গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে এমস দিল্লির ট্রমা সেন্টারে ভর্তি করানো হয়। তাঁদের মধ্যে তুষারের অবস্থা আশঙ্কাজনক। নৈতিকের পায়ে চোট লেগেছে। আঘাত গুরুতর হলেও তাঁর অবস্থা আপাতত স্থিতিশীল।

স্কুটারটির সঙ্গে সংঘর্ষের পর গাড়িটি একটি গাছে গিয়ে ধাক্কা মারে। দুমড়েমুচড়ে যায় গাড়ির সামনের অংশটি। সংঘর্ষের অভিঘাত এতটাই ছিল যে, বেঁকে গিয়েছে অডির চাকাও! দিল্লির ঘটনা মনে করাচ্ছে গত বছর পুণের পোর্শে-কাণ্ডের স্মৃতি। ওই বছরেই মুম্বইয়ে বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি নিয়ে দুর্ঘটনা ঘটিয়েছিলেন প্রাক্তন শিন্দেসেনা নেতার পুত্র মিহির শাহ। ঘটনার পরেই ওই গাড়িটিকে আটক করেছে পুলিশ। অডিতে থাকা দুই তরুণকেও গ্রেফতার করা হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনার সময় অডিটিতে দুই ছাত্র ছিলেন, তাঁরা দু’জনেই বিবিএ (ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন) পড়ুয়া। এঁদের মধ্যে যিনি অডিটি চালাচ্ছিলেন, তিনি স্থানীয় এক সোনা ব্যবসায়ীর পুত্র। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement