রাজস্থান নিয়ে নাটক চরমে, কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর

কংগ্রেসের দাবি, ফাঁস হওয়া অডিয়ো টেপে শোনা যাচ্ছে গহলৌত সরকারকে ফেলার জন্য বিধায়ককে টাকার টোপ দিচ্ছেন কয়েকজন। তার মধ্যে একটি কণ্ঠস্বর কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্রর।

Advertisement

সংবাদ সংস্থা

জয়পুর শেষ আপডেট: ১৭ জুলাই ২০২০ ১৪:৫৪
Share:

কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিংহ শেখাওয়াত। ছবি— পিটিআই।

রাজস্থানে সরকার ভাঙা-গড়া ঘিরে টানাপড়েনের জেরে ফৌজদারি মামলা দায়ের হল কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিংহ শেখাওয়াতের বিরুদ্ধে। কংগ্রেসের অভিযোগ, ফাঁস হওয়া একটি অডিয়ো টেপে শোনা গিয়েছে বিদ্রোহী কংগ্রেস বিধায়ক ভানওয়ারলাল শর্মাকে দল বদলানোর জন্য টাকার টোপ দিচ্ছেন গজেন্দ্র। কংগ্রেসের তরফে তাঁর গ্রেফতারি দাবি করা হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রীর দাবি, অডিয়োর কণ্ঠস্বর তাঁর নয়।

মুখ্যমন্ত্রী অশোক গহলৌত আগেই অভিযোগ করেছিলেন, সচিন পাইলটের গোষ্ঠীর বিধায়কদের সঙ্গে টাকার অঙ্ক নিয়ে বিজেপির দরাদরি চলছে। এ বার রাজস্থান পুলিশ কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও ষড়যন্ত্রের অভিয়োগে এফআইআর দায়ের করার ফলে পুরো বিষয়টি নতুন মাত্রা পেল। এআইসিসি মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা শুক্রবার বলেন, ‘‘বৃহস্পতিবার ফাঁস হওয়া দু’টি অডিয়ো বিজেপি নেতাদের সঙ্গে ভানওয়ারের কথাবার্তার প্রমাণ রয়েছে। টেপে স্পষ্ট শোনা গিয়েছে তাঁরা গহলৌত সরকারকে ফেলার জন্য বিধায়ককে টাকার টোপ দিচ্ছেন। একটি কণ্ঠস্বর কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রীর। চিন আর করোনা থেকে নজর ঘোরাতেই রাজস্থানে বিধায়ক কেনাবেচা করে সরকার ফেলতে চাইছে বিজেপি।’’

কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিংহ শেখাওয়াত অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেন, ‘‘আমি কাউকে টাকার টোপ দিইনি। নিজেকে নির্দোষ প্রমাণ করতে যে কোনও তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত। অডিয়োতে যে গলা শোনার যাচ্ছে, তা আমার নয়।’’ ভানওয়ার এবং আরেক বিদ্রোহী বিধায়ক বিশ্ববেন্দ্র সিংহকে এদিন কংগ্রেস সাসপেন্ড করেছে। ভানওয়ার আজ বলেন, ‘‘আমারে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। ওই অডিয়ো টেপের গলা আমার নয়। কেউ আমার গলা নকল করে এমন করেছে।’’

Advertisement

আরও পড়ুন: শুধু লাদাখ নয়, ভারতের আরও অনেক এলাকাই চিনের টার্গেট

বিধায়ক কেনাবেচা মামলায় অভিযুক্ত সঞ্জয় জৈন নামে এক ব্যক্তিকে গ্রেফতারও করেছে রাজস্থান পুলিশ। কংগ্রেসের দাবি ওই ব্যক্তি বিজেপির সঙ্গে প্রত্যক্ষ ভাবে যুক্ত। যদিও বিজেপি রাজ্য সভাপতি সতীশ পুনিয়ার দাবি, ধৃত ব্যক্তির সঙ্গে তাঁদের দলের কোনও সংস্রব নেই। বিধায়ক কেনাবেচার ঘটনার তদন্তের জন্য মুখ্যমন্ত্রী গহলৌত ‘স্পেশাল অপারেশনাল গ্রুপ’ গড়েছিলেন আগেই। তদন্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ সূত্রের সন্ধান মিলেছে বলে রাজস্থান সরকার সূত্রের দাবি। গত লোকসভা নির্বাচনে জোধপুর কেন্দ্রে মুখ্যমন্ত্রী অশোকের ছেলে বৈভব গহলৌতকে হারিয়েছিলেন গজেন্দ্র। এক পরেই তৎকালীন উপমুখ্যমন্ত্রী সচিন পাইলটের বিরুদ্ধে অন্তর্ঘাতের অভিযোগ তুলেছিলেন অশোক।

Advertisement

আরও পড়ুন: পুরনো কথা মনে রাখা হবে না, ফিরে আসুন, দলের হয়ে সচিনকে বার্তা চিদম্বরমের​

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন