Babri Masjid case

অযোধ্যা মামলার চূড়ান্ত শুনানি সুপ্রিম কোর্টে শুরু ৫ ডিসেম্বর

সেই শুনানিতে কোন পক্ষের আইনজীবী প্রথমে তাঁর সওয়াল শুরু করবেন, এ দিন সেটাও জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। বলেছে, যাঁদের দাবি, ওই এলাকা রাম লালার, তাঁদের পক্ষের আইনজীবী সিএস বৈদ্যনাথনই প্রথমে তাঁর শুনানি শুরু করবেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ অগস্ট ২০১৭ ১৭:০৯
Share:

অযোধ্যায় বাবরি মসজিদ।- ফাইল চিত্র।

অযোধ্যায় বাবরি মসজিদ-রামজন্মভূমির বিতর্কিত এলাকার মালিকানা আদতে কার, তা চূড়ান্ত করতে সুপ্রিম কোর্টে শুনানি শুরু হবে ৫ ডিসেম্বর থেকে। ২.৭৩ একরের ওই জমির মালিকানা নিয়ে বিরোধ চলছে গত ২৫ বছর ধরে। শুক্রবার শীর্ষ আদালত ওই চূড়ান্ত শুনানি শুরুর দিন ধার্য করেছে। এও জানানো হয়েছে, কোনও অজুহাতেই সেই শুনানি স্থগিত রাখা যাবে না। তা একটানা চলবে। ঘটনাচক্রে, অযোধ্যার ওই বিতর্কিত এলাকায় বাবরি মসজিদ ভাঙা হয়েছিল ’৯২ সালের ৬ ডিসেম্বর।

Advertisement

সেই শুনানিতে কোন পক্ষের আইনজীবী প্রথমে তাঁর সওয়াল শুরু করবেন, এ দিন সেটাও জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। বলেছে, যাঁদের দাবি, ওই এলাকা রাম লালার, তাঁদের পক্ষের আইনজীবী সিএস বৈদ্যনাথনই প্রথমে তাঁর শুনানি শুরু করবেন। ওই বিতর্কিত এলাকার মালিকানা নিয়ে এর আগে ইলাহাবাদ হাইকোর্ট যে রায় দিয়েছিল, তাকে চ্যালেঞ্জ করে মোট ১৩টি আপিল হয়েছিল সুপ্রিম কোর্টে। ডিসেম্বরে সেই সব আপিলের শুনানি শুরু হবে সুপ্রিম কোর্টের তিন সদস্যের একটি বেঞ্চে। তবে এই মামলার একটি পক্ষ হিসেবে তাঁকেও বলতে দিতে হবে বলে যে আর্জি জানিয়েছিলেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী, তা এ দিন খারিজ করে দিয়ে শীর্ষ আদালত বলেছে, ডিসেম্বরে সব পক্ষকেই সওয়াল করার সুযোগ দেওয়া হবে। চাইলে, সেই সময় তাঁর বক্তব্য সুপ্রিম কোর্টে জানাতে পারেন স্বামী।

আরও পড়ুন- বফর্স মামলা ফেরাতে সরকারের অনুমতি চাইল সিবিআই

Advertisement

আরও পড়ুন- প্রথম উপরাষ্ট্রপতির শপথ, যিনি স্বাধীন ভারতে জন্মেছেন

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement