National News

অযোধ্যা রায় ও তারপর: এক নজরে

রায়ের পরে শান্তি ও সম্প্রীতি রক্ষার আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০১৯ ১৩:২০
Share:

রায়ের পরে সুপ্রিম কোর্টের বাইরে সম্প্রীতির পরিবেশ। ছবি: পিটিআই

অযোধ্যার বিতর্কিত জমিতে রামমন্দির, বিকল্প পাঁচ একর জমি পাবে ‘সুন্নি ওয়াকফ বোর্ড’। বিতর্কিত অযোধ্যা মামলায় ঐতিহাসিক রায়ে জানাল সুপ্রিম কোর্ট। রায়ের পরের সার্বিক পরিস্থিতি এবং প্রতিক্রিয়া কেমন, তা দেখে নেওয়া যাক।

Advertisement

রায়ে অখুশি বলে জানিয়েও শান্তি রক্ষার আর্জি জানিয়েছেন সুন্নি ওয়াকফ বোর্ডের আইনজীবী জাফরাইব জিলানি। অন্য দিকে হিন্দু মহাসভার আইনজীবী বরুণ কুমার সিংহ বলেছেন, ‘‘এই রায়ের মধ্যে দিয়ে সুপ্রিম কোর্ট বৈচিত্রের মধ্যে ঐক্যের বার্তা দিয়েছে।’’

অন্য দিকে রায়ের পরে শান্তি ও সম্প্রীতি রক্ষার আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মোদী বলেন, এই রায় কারও জয় বা পরাজয় হিসেবে দেখা উচিত নয়। অমিতের স্লোগান, সবাই সানন্দে এই রায় গ্রহণ করুন। তাঁর স্লোগান ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’।

Advertisement

আরও পড়ুন: সুপ্রিম কোর্টের রায়: অযোধ্যার বিতর্কিত জমিতে রামমন্দির হবে, মসজিদ বিকল্প জায়গায়

আরও পড়ুন: স্বাগত জানাল হিন্দু পক্ষ, খুশি নয় সুন্নি বোর্ড, তবে শান্তিরক্ষার আহ্বান সব পক্ষেরই

রায়ের আগে থেকেই উত্তরপ্রদেশে জারি হয়েছিল ১৪৪ ধারা। রায়ের পর সেই ধারা আরও কঠোর ভাবে কার্যকর করা হচ্ছে। কার্যত দুর্গে পরিণত করা হয়েছে অযোধ্যাকে।

এক নজরে দেখে নিন অযোধ্যা রায় এবং তার পরের প্রতিক্রিয়া:

গ্রাফিক: শৌভিক দেবনাথ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন