ফের জামিন খারিজ আসারাম বাপুর

বয়স এবং ধর্মের দোহাই দিয়েও মিলল না রেহাই। নাবালিকাদের যৌন নির্যাতন কাণ্ডে জামিন পেলেন না স্বঘোষিত ধর্মগুরু আসারাম বাপু। শনিবার যোধপুরের জেলা ও দায়রা আদালত তাঁর জামিনের আবেদন খারিজ করে দেয়। এই নিয়ে ছ’বার তাঁর জামিন খারিজ হল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ জুন ২০১৫ ১৫:১৯
Share:

বয়স এবং ধর্মের দোহাই দিয়েও মিলল না রেহাই। নাবালিকাদের যৌন নির্যাতন কাণ্ডে জামিন পেলেন না স্বঘোষিত ধর্মগুরু আসারাম বাপু। শনিবার যোধপুরের জেলা ও দায়রা আদালত তাঁর জামিনের আবেদন খারিজ করে দেয়। এই নিয়ে ছ’বার তাঁর জামিন খারিজ হল।

Advertisement

আসারাম বাপুর জামিনের আবেদন খারিজ করে বিচারক মনোজ কুমার ব্যাস বলেন, “এরকম জঘন্য অপরাধে যিনি জড়িত থাকেন, তিনি জামিন পাওয়ার যোগ্য নন।” আসারাম বাপুর বয়সের কথা মাথায় রেখে তাঁকে জামিন দেওয়া হোক বলে অনুরোধ করেন তাঁর আইনজীবী পি সি সোলাঙ্কি। কিন্তু তাতে চিঁড়ে ভেজেনি। ৭১ বছরের স্বঘোষিত ধর্মগুরুকে জামিন দিতে অস্বীকার করেন বিচারপতি ব্যাস। এর আগে দু’বার তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে যায় নিম্ন আদালতে। দু’বার তাঁর জামিন খারিজ করে দেয় উচ্চ আদালত। শীর্ষ আদালতেও মেনেনি রেহাই। সেখানেও তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে যায়।

দুই নাবালিকা বোনকে যৌন নির্যাতনের অভিযোগে ২০১৩ সালের সেপ্টেম্বরে ইনদওরের আশ্রম থেকে গ্রেফতার হন আসারাম। ১৯৯৭ সাল থেকে ২০০৬ পর্যন্ত তাঁর সুরাত ও আমদাবাদের আশ্রমে থাকাকালীন তাদের ধর্ষণ করা হয় বলে পুলিশে অভিযোগ করে ওই দুই নাবালিকার পরিবার। বড় বোনকে আসারাম এবং পরে ছোট বোনকে তাঁর ছেলে নারায়ণ রাই ধর্ষণ করে বলে অভিযোগ। মামলা চলাকালীন খুন হন এই মামলার দুই গুরুত্বপূর্ণ সাক্ষী অখিল গুপ্ত এবং অম্রুত প্রজাপতি। চলতি বছরের গোড়ায় বাড়ি ফেরার পথে উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরে খুন হন আসারাম বাপুর ঘনিষ্ঠ সহযোগী অখিল। গত বছর গুজরাতে খুন হন অম্রুত প্রজাপতি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন