বালুচিস্তানের স্বাধীনতা আন্দোলনের নেতা ব্রহামদা বুগতি ভারতে রাজনৈতিক আশ্রয় চাইলেন। পাকিস্তানের বাইরে থেকেই আন্দোলন পরিচালনা করছিলেন তিনি। মঙ্গলবার বালুচ রিপাবলিকান পার্টির শীর্ষ নেতা জেনিভায় ভারতীয় কূটনীতিকদের সঙ্গে দেখা করে তাঁর প্রস্তাব দেন। ভারত সরকার এ ব্যাপারে ইতিবাচক সাড়া দিতে পারে বলেই আশা করছেন বুগতি।