প্রণবের কাছে বাংলাদেশের দল

পাঁচ রাজ্যের ভোট নিয়ে রাজনীতিকরা যখন ব্যস্ত, তখন দিল্লিতে এসে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করে গেলেন বাংলাদেশের প্রবীণ সাংসদ মহম্মদ আবদুস শাহিদ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৬ ০২:৪১
Share:

পাঁচ রাজ্যের ভোট নিয়ে রাজনীতিকরা যখন ব্যস্ত, তখন দিল্লিতে এসে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করে গেলেন বাংলাদেশের প্রবীণ সাংসদ মহম্মদ আবদুস শাহিদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ আবদুস শাহিদ গত ২৫ বছর ধরে সাংসদ। সংসদে আওয়ামি লিগের মুখ্য সচেতকও ছিলেন। ও দেশের বিশিষ্ট শিল্পপতি মহম্মদ জিল্লুর রহমান-সহ কয়েক জনের একটি প্রতিনিধি দল নিয়ে শনিবার তিনি রাষ্ট্রপতি ভবনে যান।

Advertisement

রাষ্ট্রপতি ভবনের তরফে একে সৌজন্যমূলক সাক্ষাৎকার বলা হয়েছে। বাংলাদেশ সরকার সূত্রে বলা হয়েছে, ইতিবাচক আলোচনা হয়েছে। প্রণববাবু তাঁদের জানিয়েছেন, ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক পথে এগোনোর চেষ্টা করছেন শেখ হাসিনা। এর ফলে বাংলাদেশের অগ্রগতি হয়েছে। ভারতও সাড়া দিচ্ছে। প্রণববাবুর শুভেচ্ছাবার্তা নিয়ে কালই ঢাকা ফিরছে ওই প্রতিনিধি দলটি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement