প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নদীর তীরে বাস, চিন্তা বারো মাস— এই প্রবাদের সঙ্গে পরিচিত মালদহের গঙ্গা, ফুলহারের তীরবর্তী বাসিন্দারা। কারণ, গ্রামগুলিতে ভাঙন ও বন্যার ছবি ফি-বছরের। এ রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে জেলায় ভাঙন রোধে স্থায়ী সমাধানের ব্যবস্থা করা হবে বলে শনিবার পুরাতন মালদহের সাহাপুরে বাইপাস মাঠের সভা থেকে আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি, আম এবং রেশম শিল্পের উন্নয়নের আশ্বাসও দেন তিনি। মালদহের ঐতিহ্যবাহী মন্দিরের নামোল্লেখ করা থেকে শুরু করে জেলার ভূমিপুত্র শিবেন্দুশেখর রায়ের নামও নেন প্রধানমন্ত্রী। অন্য দিকে, প্রধানমন্ত্রীর আশ্বাসকে কটাক্ষ করেছেন কংগ্রেস ও তৃণমূল নেতারা।
প্রধানমন্ত্রী বলেন, ‘‘বন্যা ও ভাঙন রোধে তৃণমূল সরকার কিছু করেনি।’’ তিনি বলেন, ‘‘রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে ভাঙন রোধে স্থায়ী সমাধান হবে। বিজেপির সরকার কাজ করবে।’’ আম এবং রেশমের প্রক্রিয়াকরণ নিয়েও আশ্বাস দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘‘আম, রেশম প্রক্রিয়াকরণে রাজ্যের তৃণমূল সরকার কিছু করেনি। বিজেপি প্রক্রিয়াকরণের কাজ করবে।’’
রাজ্যের সেচ দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেছেন, ‘‘বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আছে। তার পরেও ভাঙন রোধ এবং আম, রেশম নিয়ে কিছু করেনি। যা করার মুখ্যমন্ত্রী করেছেন।’’ দক্ষিণ মালদহের সাংসদ ইশা খান চৌধুরী বলেন, ‘‘কংগ্রেস কেন্দ্রে থাকাকালীন ভাঙন রোধে জেলায় প্রচুর কাজ করে। কেন্দ্রের বিজেপি সরকার কিছু করেনি।’’
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে