India-Bangladesh

Adhir Ranjan Chowdhury: বাংলাদেশি শিল্পী রোকেয়া সুলতানার প্রদর্শনী স্থগিত দিল্লিতে, কেন্দ্রকে দুষলেন অধীর

ভারত-বাংলাদেশ মৈত্রীর ৫০ বছর পূর্তির স্মরণে চলতি মাসের গোড়াতেই ঢাকায় আয়োজিত হয়েছিল রোকেয়ার একক প্রদর্শনী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২১ ১৭:০৯
Share:

রোকেয়ার প্রদর্শনী স্থগিত করায় কেন্দ্রকে নিশানা অধীরের। ছবি: সংগৃহীত।

ভারত-বাংলাদেশ মৈত্রীর ৫০ বছর উপলক্ষে দিল্লির ললিতকলা অ্যাকাডেমিতে বাংলাদেশি শিল্লী রোকেয়া সুলতানার চিত্রকলা প্রদর্শনী হওয়ার কথা ছিল। রবিবার ওই প্রদর্শনী উদ্বোধনের জন্য প্রয়োজনীয় আয়োজনও হয়ে গিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে নরেন্দ্র মোদী সরকার কোনও কারণ না দেখিয়েই ওই প্রদর্শনীর উদ্বোধন স্থগিত করা নির্দেশ দিয়েছে।

লোকসভায় কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী শুক্রবার কেন্দ্রের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। টুইটারে তিনি লেখেন, ‘বাংলাদেশি শিল্পী রোকেয়া সুলতানার একক প্রদর্শনী কোনও কারণ না দেখিয়েই স্থগিত করা হয়েছে। বেঙ্গল ফাউন্ডেশন এবং ইন্ডিয়ান কাউন্সিল অফ কালচারাল রিলেশনস-এর যৌথ উদ্যোগে প্রদর্শনীটি হওয়ার কথা ছিল।’

Advertisement

ভারত-বাংলাদেশ মৈত্রীর ৫০ বছর পূর্তির স্মরণে চলতি মাসের গোড়াতেই ঢাকায় আয়োজিত হয়েছিল রোকেয়ার একক প্রদর্শনী। দ্বিপাক্ষিক মৈত্রীর নিদর্শনের ওই প্রদর্শনীটিই রবিবার থেকে দিল্লিতে শুরু হওয়ার কথা ছিল। অন্যতম আয়োজক সংস্থা বেঙ্গল ফাউন্ডেশনের মহানির্দেশক লুভা নাহিদ চৌধুরী বলেছেন, ‘‘আমাদের বলা হয়েছে, রোকেয়ার প্রদর্শনীর জন্য নতুন তারিখ জানানো হবে। আমরা তারই প্রতীক্ষায় রয়েছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন