হলফনামায় ভুল তথ্য, নালিশ ব্যাঙ্কের

এআইইউডিএফের এক প্রার্থী হলফনামায় ভুল তথ্য দিয়েছেন বলে জেলা নির্বাচন অফিসারের কাছে চিঠি পাঠিয়েছিলেন একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের কর্তৃপক্ষ। ঋণের বকেয়া টাকা আদায়ে চাপ দিতেই তা করা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলচর ও করিমগঞ্জ শেষ আপডেট: ২১ মার্চ ২০১৬ ০৩:৫৯
Share:

এআইইউডিএফের এক প্রার্থী হলফনামায় ভুল তথ্য দিয়েছেন বলে জেলা নির্বাচন অফিসারের কাছে চিঠি পাঠিয়েছিলেন একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের কর্তৃপক্ষ। ঋণের বকেয়া টাকা আদায়ে চাপ দিতেই তা করা হয়। কিন্তু রিটার্নিং অফিসার জানিয়ে দিলেন, হলফনামায় ঋণ অস্বীকার বা কম দেখানোর জন্য মনোনয়নপত্র বাতিল করা যায় না।

Advertisement

দক্ষিণ অসমের অন্য আসনগুলির সঙ্গে সোনাইয়েও শুক্রবার ছিল মনোনয়নপত্র পেশের শেষ দিন। সব মিলিয়ে ১৩ জন প্রার্থী হন সোনাইয়ে। গত কাল প্রার্থী বা তাঁর প্রতিনিধিদের উপস্থিতিতে মনোনয়ন পত্রগুলি পরীক্ষা করা হয়। কেউ কোনও আপত্তি না তোলায় সবকটি বৈধ হয়। তাঁদের মধ্যে রয়েছেন কংগ্রেস প্রার্থী এনামুল হক, এআইইউডিএফ-এর করিমউদ্দিন বড়ভুঁইঞা, বিজেপির আমিনুল হক লস্কর।

গত কালই ওই ব্যাঙ্কের তারাপুর শাখার তরফে জেলা নির্বাচন অফিসার তথা জেলাশাসককে চিঠি পাঠিয়ে জানানো হয়— করিমউদ্দিন বড়ভুঁইঞার হলফনামায় তথ্য গোপন করা হয়েছে। ভুল তথ্য দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে। ব্যাঙ্ক তাঁর কাছে ৪ কোটি টাকা পায়। করিমউদ্দিন অন্য ব্যাঙ্কের ঋণের কথা উল্লেখ করলেও, ওই তথ্য বেমালুম চেপে গিয়েছেন। জেলাশাসক এস বিশ্বনাথন চিঠি প্রাপ্তির কথা স্বীকার করে জানান, বিষয়টি সোনাইয়ের রিটার্নিং অফিসার তথা জেলা পরিষদের চিফ এগজিকিউটিভ অফিসার নরেশচন্দ্র ঘোষের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।

Advertisement

খবর জানাজানি হতেই গোটা জেলা জুড়ে গুঞ্জন শুরু হয়। এআইইউডিএফ শিবিরে উৎকণ্ঠা দেখা দেয়। শেষে রিটার্নিং অফিসার জানান, তথ্য চেপে গেলে মনোনয়নপত্র বাতিল হয় না। তার উপর তিনি যখন চিঠিটি পেয়েছেন, তার আগেই করিমউদ্দিন বড়ভুঁইঞা-সহ সকলের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়ে গিয়েছে।

‘রিটার্নিং অফিসারস গাইড বুক’ দেখে নরেশবাবু জানান— কমিশন বলেছে, প্রার্থী তাঁর নিজের দায়িত্বে হলফনামা পেশ করবেন। কেউ কোনও বিষয়ে আপত্তি করে পাল্টা হলফনামা পেশ করলে কমিশন তাও প্রকাশ করবে। বাকি বিষয় জনগণের। এ নিয়ে পরবর্তী সময় যে কেউ আদালতে যেতে পারেন। তবে কমিশন এমন বিষয়ে মামলা-মোকদ্দমায় যায় না বলেও উল্লেখ করেন তিনি।

রিটার্নিং অফিসারের ঘোষণার পর অবশ্য সবাই মুখে কুলুপ এঁটেছেন। এআইইউডিএফ প্রার্থী করিমউদ্দিন বড়ভুঁইঞা ‘সব ঠিক আছে’-র বাইরে একটি কথাও বলতে চাইলেন না। হলফনামার খবরে শুরুতে কংগ্রেস শিবিরে বাড়তি উন্মাদনা দেখা দিয়েছিল। কিন্তু পরে প্রদেশ মুখপাত্র দীপন দেওয়ানজি জানান, রিটার্নিং অফিসার, জেলা নির্বাচন অফিসার-রা যে সিদ্ধান্ত নিয়েছেন, এর ওপর কোনও মন্তব্য করা হবে না। বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক রাজদীপ রায় বলেন, ‘‘আইনে কী রয়েছে, তা জেনে আমরা কথা বলব।’’

অন্য দিকে, শপথনামায় ভুল তথ্য দাখিলের অভিযোগ উঠল করিমগঞ্জের এক নির্দল প্রার্থীর বিরুদ্ধেও। তিনি উত্তর করিমগঞ্জ আসনের এআইইউডিএফের টিকিটের অন্যতম দাবিদার নজরুল ইসলাম চৌধুরী। ২০১১ সালের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। কমিশন সূত্রে খবর, সেই সময় নির্বাচন কমিশনের কাছে যে হলফনামা তিনি দাখিল করেছিলেন, সেখানে ১৯৭৭ সালে করিমগঞ্জ হাইমাদ্রাসা থেকে মাদ্রাসা পরীক্ষা দিয়েছিলেন বলে উল্লেখ করা হয়েছিল। ২০১৬ সালের হলফনামায় ১৯৭৬ সালে সেবা থেকে মাধ্যমিক পাশ বলে নজরুল উল্লেখ করেছেন। করিমগঞ্জের বাসিন্দা নন্দু দাস নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে ভুল শপথনামা দাখিলের জন্য নির্দল প্রার্থী নজরুল ইসলামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আর্জি জানান।

নজরুল ইসলাম চৌধুরী এআইইউডিএফের কেন্দ্রীয় কমিটির উপ-সভাপতি ছিলেন। উত্তর করিমগঞ্জ আসনে দলের টিকিট দাবি করেছিলেন। শেষপর্যন্ত দলীয় মনোনয়ন পেতে ব্যর্থ হন। দলের উপর ক্ষুব্ধ হয়ে নির্দল হিসেবে মনোনয়ন জমা দেন। এ বিষয়ে তাঁর প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এ দিকে, কর্মিসভা করে কাছাড়ের ধলাই আসনে নির্বাচনী প্রচার শুরু করলেন এসইউসিআই প্রার্থী গৌরচন্দ্র দাস। এ দিন ধোঁয়ারবন্দে আয়োজিত সভায় সংগঠনের জেলা সম্পাদক শ্যামদেউ কুর্মি বলেন, ‘‘কেন্দ্র ও রাজ্য সরকারের দৌলতে অসমে এক শ্বাসরুদ্ধ পরিস্থিতি। তার থেকে বেরিয়ে আসার জন্য প্রয়োজন সঠিক সংগ্রামী দল, যাতে জনগণের নিত্যদিনের সমস্যা নিয়ে গণআনেদালন গড়ে তোলা যায়।’’

গৌরচন্দ্রবাবু বলেন, ‘‘বরাক উপত্যকার বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে এসইউসিআই লাগাতার আন্দোলন করেছে।’’ দলের ধোঁয়ারবন্দ আঞ্চলিক কমিটির সম্পাদক মাধব ঘোষ, রামকুমার বাগতি, পরিতোষ ভট্টাচার্যও সভায় কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন