চুরি করতে গিয়ে ধরা পড়ে গিয়েছিল সে। স্থানীয় গ্রামবাসীরা রেয়াত করেননি। গণপিটুনির শিকার হল মির আলি হোসেন নামে ওই যুবক। শুক্রবার মুর্শিদাবাদের ঝিকরা গ্রামের ঘটনা। পুলিশ জানায়, আগেও বহুবার চুরি করেছিল সে। পুলিশের খাতায় নামও ছিল তার।