উত্তর-পূর্বে এলেন বেলজিয়ামের দূত

অসমে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আগেই মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের সঙ্গে বৈঠক করেছিলেন তিনি। এ বার ত্রিপুরায় বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখতে আগরতলায় এলেন ভারতে নিযুক্ত বেলজিয়ামের রাষ্ট্রদূত জেন লুক্স।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ মার্চ ২০১৬ ০৩:১৭
Share:

অসমে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আগেই মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের সঙ্গে বৈঠক করেছিলেন তিনি। এ বার ত্রিপুরায় বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখতে আগরতলায় এলেন ভারতে নিযুক্ত বেলজিয়ামের রাষ্ট্রদূত জেন লুক্স। আজ সন্ধেয় সচিবালয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে তাঁর বৈঠক করেন। পরে সাংবাদিকদের জেন জানান, ত্রিপুরায় বেলজিয়ামের বিনিয়োগের সম্ভাবনা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে। উল্লেখ্য, আগরতলা পৌঁছনোর আগে তিনি অসম ও মেঘালয়ে গিয়ে দু’রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গেও দেখা করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement