অ্যারিজোনার পাহাড়ে মৃত্যু বাঙালি ছাত্রের

অ্যারিজোনা এলাকায় পর্বতারোহণে গিয়ে মৃত্যু হল এক বাঙালি ছাত্রের। মার্কিন প্রশাসনিক সূত্রের খবর, ঋষভ চৌধুরী নামের বছর বাইশের ওই তরুণ গুয়াহাটি থেকে ওহায়োর উস্টার কলেজে দর্শন পড়তে এসেছিলেন। বুধবার মারা গিয়েছেন তিনি। ঋষভ এনএসজি কম্যান্ডোবাহিনীর ডিজি জয়ন্তনারায়ণ চৌধুরীর ছেলে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ মার্চ ২০১৫ ০৩:২৮
Share:

ঋষভ চৌধুরী

অ্যারিজোনা এলাকায় পর্বতারোহণে গিয়ে মৃত্যু হল এক বাঙালি ছাত্রের। মার্কিন প্রশাসনিক সূত্রের খবর, ঋষভ চৌধুরী নামের বছর বাইশের ওই তরুণ গুয়াহাটি থেকে ওহায়োর উস্টার কলেজে দর্শন পড়তে এসেছিলেন। বুধবার মারা গিয়েছেন তিনি। ঋষভ এনএসজি কম্যান্ডোবাহিনীর ডিজি জয়ন্তনারায়ণ চৌধুরীর ছেলে।

Advertisement

ঋষভের দলের অন্য সঙ্গীরা জানিয়েছেন, তাঁরা সপ্তাহান্তে কলেজ থেকে হাইকিংয়ে গিয়েছিলেন অ্যারিজোনার পশ্চিমে ক্লিয়ার ক্রিক অঞ্চলে। বুধবার সন্ধ্যায় ভার্ডে ক্যাম্পে পৌঁছনোর কিছু আগে হঠাৎই দলছুট হয়ে পড়েন ঋষভ। তখনই তিনি একটি খাড়া পাথুরে জায়গায় পা ফস্কে প্রায় একশো ফুট উঁচু থেকে পড়ে যান বলে অনুমান। কিছু পরে তাঁর সঙ্গীরা খুঁজতে গিয়ে তাঁকে পড়ে থাকতে দেখেন।

লস অ্যাঞ্জেলেসের শেরিফের দফতর থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার খবর এসে পৌঁছনোর ঘণ্টা খানেকের মধ্যে চিকিৎসকদের একটি দলও পৌঁছয় সেখানে। কিন্তু তত ক্ষণে মৃত্যু হয়েছে ঋষভের। বৃহস্পতিবার আকাশপথে সমতলে নিয়ে আসা হয় তাঁর দেহ।

Advertisement

উস্টার কলেজের ডিন কুর্ট হোমস বলেছেন, “শীতের শেষে কলেজ থেকে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন ঋষভ। ওর পরিবারের পাশে আছি আমরা। ঘটনাটির বিস্তারিত তদন্ত করেও দেখা হবে।” কেন্দ্রীয় সরকার সূত্রের খবর, গত কাল খবর পাওয়ার পরেই সপরিবার আমেরিকা রওনা হয়েছেন জয়ন্তনারায়ণ চৌধুরী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন