চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান। —ফাইল চিত্র।
তীব্রতা কম হলেও অপারেশন সিঁদুর অব্যাহত রয়েছে বলে দাবি করলেন চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল অনিল চৌহান। বিমান বাহিনীর একটি অনুষ্ঠানে আজ তিনি ভারতীয় সেনার আত্মনির্ভরতা এবং প্রযুক্তি-নির্ভর ভবিষ্যতের প্রসঙ্গ তুলে ধরেছেন।
এয়ার ফোর্স অ্যাকাডেমির অনুষ্ঠানে চৌহান বলেন, এখন বছরে প্রতিটি দিন, প্রতি মুহূর্তের জন্য প্রস্তুতির সময়। ফলে তীব্রতা কমলেও অপারেশন সিঁদুর জারি রয়েছে। সরাসরি পাকিস্তানের নাম না করেও তিনি প্রতিবেশী দেশের সরকারি প্রতিষ্ঠানের ভঙ্গুরতা এবং তার প্রতিক্রিয়ার প্রসঙ্গের উল্লেখ করেন। চৌহান বলেন, ‘‘শুধু বড় বড় কথা দিয়ে যুদ্ধ জেতা যায় না। এ জন্য প্রয়োজন সুনির্দিষ্ট পদক্ষেপ। আমাদের চারপাশে এমন সব ঘটনা আমরা দেখি যাতে প্রাতিষ্ঠানিক ভঙ্গুরতা ও তার প্রতিক্রিয়া উঠে আসে। বিপরীতে রয়েছে ভারতের শক্তিশালী প্রতিষ্ঠান, গণতান্ত্রিক স্থায়িত্ব আর সেনাবাহিনীর পেশাদারিত্ব। এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি।’’
বায়ুসেনার যে আধিকারিকেরা কাজে যোগ দিয়েছেন, তাঁদের উদ্দেশে সিডিএস চৌহান বলেন, ‘জয় হিন্দ’-এর প্রথম শব্দের মধ্যেই বিজয় লুকিয়ে রয়েছে। এর মধ্যে রয়েছে ঐক্যবদ্ধতা, আত্ননির্ভরতা ও উদ্ভাবনের বার্তা। এই তিনটি বিষয় ভবিষ্যতে ভারতীয় সেনার লড়াইয়ের ক্ষমতা আরও বাড়াবে।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে