National

আদরের পোষ্যকে পছন্দ নয় হবু বরের, বিয়েই ভেঙে দিলেন তরুণী

পোষ্যের জন্য কি স্বামী বা স্ত্রীকে ছেড়ে দেওয়া উচিত? এই প্রশ্নে এখন উত্তাল ওয়েব দুনিয়া। যার কেন্দ্রে বেঙ্গালুরুর করিশ্মা ওয়ালিয়া। বেঙ্গালুরুর করিশ্মা কর্মসূত্রে থাকেন গুড়গাঁওয়ে। তাঁর বিয়ে হওয়ার কথা ছিল দিল্লির এক ব্যক্তির সঙ্গে। সব কিছু প্রায় ঠিকই হয়ে গিয়েছিল। কিন্তু বাদ সাধল লুসি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৬ ১১:৫৯
Share:

প্রতীকী চিত্র।

পোষ্যের জন্য কি স্বামী বা স্ত্রীকে ছেড়ে দেওয়া উচিত? এই প্রশ্নে এখন উত্তাল ওয়েব দুনিয়া। যার কেন্দ্রে বেঙ্গালুরুর করিশ্মা ওয়ালিয়া।

Advertisement

বেঙ্গালুরুর করিশ্মা কর্মসূত্রে থাকেন গুড়গাঁওয়ে। তাঁর বিয়ে হওয়ার কথা ছিল দিল্লির এক ব্যক্তির সঙ্গে। সব কিছু প্রায় ঠিকই হয়ে গিয়েছিল। কিন্তু বাদ সাধল লুসি। করিশ্মার দাবি ছিল, তাঁকে বিয়ে করলে তাঁর আদরের পোষ্য লুসিকেও ভালবাসতে হবে। কিন্তু পাত্রের পছন্দ ছিল না তাঁর পোষ্যকে। এই কথা বলার সঙ্গে সঙ্গেই সমস্যার শুরু। আর এর জেরে শেষ পর্যন্ত বিয়েই ভেঙে দিয়েছেন করিশ্মা।

করিশ্মার সঙ্গে ওই ব্যক্তির হোয়াটসঅ্যাপ কথোপকথনটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ভাইরাল হয়ে যায়।

Advertisement

করিশ্মাকে তাঁর হবু বর বলেন, কুকুরের প্রতি তাঁর প্রেম সাময়িক হতে পারে। কিন্তু তাঁকে জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো বুঝতে হবে। তখন করিশ্মার পাল্টা জবাব দেন, “আমি আমার কুকুরকে কারও জন্য ছাড়তে পারব না।” বিরক্ত হবু বর পাল্টা বলেন, “তা হলে আপনি কুকুরকেই বিয়ে করে নিন।”

এমন সিদ্ধান্তে কী বলছেন করিশ্মার পরিবার? “আমাকে এখনও বাড়ি থেকে বলা হচ্ছে যে, আমি ভুল সিদ্ধান্ত নিয়েছি”— বললেন করিশ্মা।


করিশ্মাদের সেই হোয়াটসঅ্যাপ মেসেজ।

তবে নিজের সিদ্ধান্তে অনড় রয়েছেন তিনি। করিশ্মার মতে, “আজ লুসিকে নিয়ে আপত্তি তোলা হচ্ছে, কাল হয়ত আমার কেরিয়ার নিয়েও আপত্তি তোলা হবে। জানি না বাড়ির লোক কেন আমাকে সমর্থন করছে না।”

করিশ্মার এই কাজে সমর্থন এবং সমালোচনা দুইই চলছে সোশ্যাল মিডিয়ায়। কারও দাবি, কেউ যদি তাঁর হবু স্ত্রীর পোষ্য বা তাঁর ভালবাসার কোনও জিনিষ বা কেরিয়ারকে ভালবাসতে না পারেন, তা হলে তাঁকে বিয়ে করার দরকারই নেই। আবার কারও মন্তব্য, ভাল করেছেন এমন মেয়েকে বিয়ে না করে। যে মেয়ে পরিবারের চেয়ে বেশি কুকুরকে প্রাধান্য দেয়, তাঁকে বিয়ে না করাই ভাল।

আরও পড়ুন:
হাতির যম কে জানেন? দেখে নিন হাতি সম্পর্কে এ রকমই কয়েকটি আশ্চর্য তথ্য

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন