Crime

কিশোরীকে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ! আপত্তিকর ছবি ফাঁস করার অভিযোগ, গ্রেফতার ভোজপুরি গায়ক

কয়েক দিন আগে কিশোরীর ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন অভিযুক্ত। তার পরেই বিষয়টি নজরে আসে কিশোরীর পরিবারের।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৯ জুন ২০২৩ ১৪:২৭
Share:

—প্রতীকী ছবি।

কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হল এক ভোজপুরি গায়ককে। কিশোরীর আপত্তিকর ছবি সমাজমাধ্যমে পোস্ট করারও অভিযোগ উঠেছে ওই গায়কের বিরুদ্ধে। ঘটনাটি গুরুগ্রামের। বৃহস্পতিবার অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ধৃত অভিষেক বিহারের বাসিন্দা। ‘বাবুল বিহারী’ নামে ভোজপুরি গায়ক হিসাবে তিনি পরিচিত। তাঁর একটি ইউটিউব চ্যানেল রয়েছে। ২ বছর আগে রাজীব নগর এলাকায় থাকতেন ওই যুবক। সেই সময় কিশোরীর সঙ্গে বন্ধুত্ব হয়েছিল তাঁর। এর পরেই কিশোরীকে নিয়ে একটি হোটেলে গিয়েছিলেন ওই যুবক। সেখানে কিশোরীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। আপত্তিকর অবস্থায় কিশোরীর ছবিও তোলেন বলে অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে।

Advertisement

সেই ঘটনার পর থেকে যুবকের সঙ্গে দূরত্ব তৈরি করে কিশোরী। কয়েক দিন আগে কিশোরীর ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন অভিযুক্ত। তার পরেই বিষয়টি নজরে আসে কিশোরীর পরিবারের। গোটা ঘটনাটি পরিবারকে জানায় সে। বুধবার থানায় অভিযোগ দায়ের করে পরিবার। বৃহস্পতিবার গ্রেফতার করা হয় অভিযুক্তকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement