BHU student molested

ডাক্তারি পড়ুয়াকে যৌন হেনস্থা বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে, মারধর বন্ধুদেরও! গ্রেফতার তিন প্রাক্তন ছাত্র

উত্তরপ্রদেশের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে এক ডাক্তারি পড়ুয়াকে যৌন হেনস্থার অভিযোগ উঠল। শুধু তা-ই নয়, ওই পড়ুয়ার তিন বন্ধুকে মারধরও করা হয়েছে বলে অভিযোগ। তার ভিত্তিতে গ্রেফতার তিন জন। পুলিশ সূত্রে খবর, ধৃতেরা তিন জনেই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২৫ ১৭:১৪
Share:

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

উত্তরপ্রদেশের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে এক ডাক্তারি পড়ুয়াকে যৌন হেনস্থার অভিযোগ উঠল। শুধু তা-ই নয়, ওই পড়ুয়ার তিন বন্ধুকে মারধরও করা হয়েছে বলে অভিযোগ। তার ভিত্তিতে গ্রেফতার তিন জন। পুলিশ সূত্রে খবর, ধৃতেরা তিন জনেই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র।

Advertisement

ঘটনাচক্রে, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী কেন্দ্র বারাণসীর অন্তর্গত। এ নিয়ে খোঁচা দিতে শুরু করেছে তৃণমূল। বাংলার শাসকদল এক্স হ্যান্ডলে লিখেছে, ‘‘মহিলাদের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেন্দ্র। দু’বছর আগেও আইআইটি বিএইচইউ-এর এক পড়ুয়াকে গণধর্ষণ করা হয়েছিল। পরে দেখা গিয়েছিল, অভিযুক্তেরা বিজেপির আইটি সেলের লোক।’’

বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ওই ডাক্তারি পড়ুয়ার অভিযোগ, রাতে তিনি এবং তাঁর তিন বন্ধু লাইব্রেরি থেকে হস্টেলে ফিরছিলেন। সেই সময় তিন জন বাইকে করে এসে তাঁদের পথ আটকান। অভিযোগ, তার পরেই ডাক্তারি পড়ুয়াকে যৌন হেনস্থা এবং তাঁর তিন পুরুষ বন্ধুকে মারধর করা হয়।

Advertisement

ওই ঘটনার পর অভিযোগকারিণী বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলারক্ষা কমিটিকে বিষয়টি জানান। পরেই ওই কমিটিই জানায় পুলিশকে। তদন্তে নেমে অভিযুক্ত তিন জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতেরা বিশ্ববিদ্যালয়ের শারীরশিক্ষার ছাত্র ছিলেন।

পুলিশ আধিকারিক গৌরব বনসল বলেন, ‘‘বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পিছনে গোবর্ধন এলাকা থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে যৌন হেনস্থার মামলা রুজু হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement