কূটনীতির কচকচি ভুলিয়ে দিল ভুটানের খুদে যুবরাজ

গত চার দিনের সফরে কখনও লাল, কখনও বাদামি ‘ঘো’ (ভুটানের জাতীয় পোশাক) পরিহিত দেড় বছরের ফুটফুটে যুবরাজ গেইলসে ওয়াংচুক এ ভাবেই মন কেড়ে নিল নয়াদিল্লির।

Advertisement

অগ্নি রায়

নয়াদিল্লি শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০১৭ ০৩:৪০
Share:

উপহার: কখনও প্রধানমন্ত্রী তো কখনও প্রতিরক্ষামন্ত্রী তার খেলার সাথী। দেড় বছরের গেইলসের জন্য এ বার উপহার নিয়ে গেলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। খুদেও দারুণ খুশি। টুইটারে ছবিটি পোস্ট করেন জেটলি নিজেই।—নিজস্ব চিত্র।

দ্বিপাক্ষিক দৌত্য, ফুটবল এবং দেড় বছরের একটি শিশু!

Advertisement

ভুটানরাজ জিগমে ওয়াংচুকের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক এ ভাবেই হয়ে রইল ব্যতিক্রমী। টারম্যাকে তাকে দেখে গাল না টিপে পারেননি বিদেশমন্ত্রী! ঘনিয়ে আসা গুজরাত নির্বাচনের চিন্তায় ক্রমশ গম্ভীর হয়ে যাওয়া প্রধানমন্ত্রীও তাকে দেখে সহাস্যে নতজানু হয়ে নমস্কার করলেন। হাতে তুলে দিলেন ফুটবল। রাষ্ট্রপতি যখন ভারত-ভুটান সম্পর্ক নিয়ে দ্বিপাক্ষিক আলোচনায় ব্যস্ত, রাষ্ট্রপতি জায়া চোখ ফেরাতে পারছিলেন না তার থেকে। একই দশা প্রতিরক্ষামন্ত্রীরও।

গত চার দিনের সফরে কখনও লাল, কখনও বাদামি ‘ঘো’ (ভুটানের জাতীয় পোশাক) পরিহিত দেড় বছরের ফুটফুটে যুবরাজ গেইলসে ওয়াংচুক এ ভাবেই মন কেড়ে নিল নয়াদিল্লির। রীতিমতো প্রোটোকল মেনে দ্বিপাক্ষিক বৈঠকের সময় সে মোদীর সামনে বসল (অবশ্য চেয়ারে নয়, বাবা ভুটানরাজ জিগমে ওয়াংচুকের কোলে) গ্যাঁট হয়ে। নমস্কারের জবাবে প্রতিনমস্কারও করল একদম কেতাবি ঢঙে, রাজকীয় কায়দায়। আবার কখনও বা খেলনা পেয়ে ডুবে গেল নিজের মতো।

Advertisement

রাজনৈতির শিবিরের খবর, ডোকলামের সংঘর্ষময় বাতাবরণ এবং উত্তাপ (যেখানে ভুটান-চিন অক্ষ নিয়ে অস্বস্তিও তৈরি হয়েছিল সাউথ ব্লকের) যেন গলে গেল এই শিশু ভোলানাথের সামনে! কূটনীতিতে যা কিনা প্রায় অভূতপূর্ব। অনেকেরই মনে পড়ে যাচ্ছে, গত বছর এপ্রিল মাসে কেনসিংটন প্যালেসের ভাইরাল হয়ে যাওয়া সেইসব ছবির ফ্রেম— যেখানে প্রিন্স উইলিয়াম এবং কেট মিডলটনের শিশুপুত্র প্রিন্স জর্জের সঙ্গে দিব্যি উবু হয়ে বসে আড্ডা জুড়েছিলেন স্যুট বুট পরিহিত তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

আরও পড়ুন: আসন ভরাতে সক্রিয় হবে রাজ্যই: পার্থ

সেটি অবশ্য ছিল ব্যক্তিগত নৈশভোজ। কিন্তু শিশুপুত্র কোলে দ্বিপাক্ষিক দৌত্য সম্ভবত বিশ্ব কূটনীতির ইতিহাসেই এই প্রথম। সাউথ ব্লক হোমওয়ার্ক করে রেখেছিল, যে যুবরাজ বল খেলতে পছন্দ করে। আবার প্রতিরক্ষা মন্ত্রকের গবেষণা ছিল, খুদের টান রয়েছে পুতুলের প্রতিও। মোদীর সঙ্গে জিগমের বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী ফিফা অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের জন্য তৈরি একটি ফুটবল তুলে দেন গেইলসের হাতে। তুলে দেন বলা ভুল, তিনি এবং শিশু যুবরাজ কার্যত ‘কাড়াকাড়ি’ করেন সেটি নিয়ে! তার পর সহাস্য মোদী হাতে একপাক ঘুরিয়ে তা দেন গেইলসকে।

প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন আগে থেকেই আনিয়ে রেখেছিলেন কর্নাটকের নরম কাঠের তৈরি বিশেষ পুতুল ‘চেন্নাপাটনা।’ প্রতিরক্ষামন্ত্রীর ঘরে বাবা মা-কে কথায় ব্যস্ত দেখে চায়ের টেবিলেই মন দিয়ে সে খেলা শুরু করে দেয় পুতুল নিয়ে! ছোট অতিথিকে পেয়ে বেজায় খুশি প্রতিরক্ষামন্ত্রী সেই ছবি দিয়ে টুইট করেন, ‘মিষ্টি যুবরাজ এবং ভুটানের রাজা এবং রানির সঙ্গে। খুব খুশি হয়েছি যে ভারতীয় খেলনা যুবরাজের পছন্দ হয়েছে।’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন