Bifurcation of J&K

৩৭০ রদ হওয়ায় শেষ হবে সন্ত্রাসবাদ, উন্নয়ন হবে কাশ্মীরে, বার্তা অমিত শাহের

রবিবার, চেন্নাইয়ে প্রকাশিত হল উপ রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নায়ডুকে নিয়ে লেখা একটি বই। এ দিন সেই অনুষ্ঠানেই যোগ দেন অমিত শাহ। স্বাভাবিক ভাবে সেখানে ৩৭০ অনুচ্ছেদ বাতিলের প্রসঙ্গও উঠে আসে।

Advertisement

সংবাদ সংস্থা

চেন্নাই শেষ আপডেট: ১১ অগস্ট ২০১৯ ১৬:০৭
Share:

চেন্নাইয়ে বইপ্রকাশ অনুষ্ঠানে অমিত শাহ। ছবি: পিটিআই

সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মতো ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে ফের সওয়াল করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চেন্নাইয়ে একটি অনুষ্ঠানে আত্মবিশ্বাসের সুরেই তাঁর দাবি, ‘‘এই বিশেষ ধারা বিলোপের ফলে উপত্যকায় সন্ত্রাসবাদ শেষ হবে। উন্নয়নের পথে এগোবে কাশ্মীর।’’

Advertisement

রবিবার, চেন্নাইয়ে প্রকাশিত হল উপ রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নায়ডুকে নিয়ে লেখা একটি বই। এ দিন সেই অনুষ্ঠানে যোগ দেন অমিত শাহ। স্বাভাবিক ভাবে সেখানে ৩৭০ অনুচ্ছেদ বাতিলের প্রসঙ্গও উঠে আসে। তার প্রেক্ষিতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘আমি নিশ্চিত ভাবেই বিশ্বাস করতাম সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ উঠে যাওয়া উচিত। কারণ, এই অনুচ্ছেদ বাতিলের পর এ বার উপত্যকায় সন্ত্রাসবাদ শেষ হবে এবং কাশ্মীর উন্নয়নের পথে এগিয়ে যাবে।’’ কেন্দ্র সরকারের ওই সিদ্ধান্ত নিয়ে সংসদের বাইরে এই প্রথম মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

গত ৫ অগস্ট রাজ্যসভায় সংবিধানের ৩৭০ ধারা তুলে দেওয়ার ঘোষণা করেন অমিত শাহ। তার পর থেকে ৩৭০ অনুচ্ছেদ বিলোপ নিয়ে সংসদের ভিতরে ও বাইরে নিয়ে ঝড় বইছে। কেন্দ্র সরকারের ঐতিহাসিক সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করতে গিয়ে এ দিন অমিত শাহ বলেন, ‘‘সংবিধানের ৩৭০ অনুচ্ছেদের বলেই বিশেষ মর্যাদা পেত জম্মু-কাশ্মীর। তা তুলে নেওয়ার প্রয়োজন ছিল, কারণ এটা দেশের পক্ষে মঙ্গলজনক নয়।’’

Advertisement

আরও পড়ুন: ‘শান্তিপূর্ণ’ শ্রীনগরে ফের বিধিনিষেধ আরোপ! লোকজনকে দ্রুত ঘরে ফেরার নির্দেশ, বলছে রিপোর্ট​

অতীতে একাধিক রক্তক্ষয়ী ঘটনা থেকে সাম্প্রতিক কালে পুলওয়ামা হামলা। নানা সময়ে কাশ্মীরে সন্ত্রাসবাদ বার বারই কেন্দ্রের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। উপত্যকায় জঙ্গি সমস্যার মোকাবিলায় স্থায়ী সমাধান চাইছে কেন্দ্র। সেই প্রেক্ষিতের উপর দাঁড়িয়ে, ৩৭০ অনুচ্ছেদ বিলোপ নিয়ে এ দিন যুক্তি সাজিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন: অভিনব কায়দায় কর ফাঁকি, আয়কর হানায় মদ কারখানায় মিলল ৭০০ কোটি টাকা​

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন