Samastipur Murder

স্বামীর সঙ্গে মনোমালিন্য, বিহারে তিন সন্তানকে কুয়োয় ফেলে দিলেন মা! তোলা হল নিথর দেহ

তল্লাশি অভিযান শুরু হলে বাড়ির অদূরে একটি কুয়ো থেকে তিন শিশুর দেহ মেলে। এর পরেই সীমাকে আটক করে দফায় দফায় জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। জেরার মুখে সীমা স্বীকার করে নেন, রাগের মাথায় তিন সন্তানকে মেরে কুয়োয় ফেলে দিয়েছেন তিনিই!

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:২০
Share:

(বাঁ দিকে) এই কুয়ো থেকেই তোলা হয়েছে দেহ। অভিযুক্ত সীমা দেবী (ডান দিকে) ছবি: সংগৃহীত।

স্বামীর সঙ্গে মনোমালিন্যের জেরে তিন সন্তানকে কুয়োয় ফেলে দিলেন মা! রবিবার বিহারের সমস্তিপুরে ঘটনাটি ঘটেছে। সোমবার অভিযুক্ত মাকে গ্রেফতার করেছে পুলিশ। খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এমন যে ঘটতে পারে, তা এখনও বিশ্বাস করতে পারছেন না অনেকেই।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবতীর নাম সীমা দেবী। তিনি সমস্তিপুর জেলার মালিনগর গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর, রবিবার স্বামী চন্দন মাহাতার সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল বছর ৩৬-র সীমার। এক পর্যায়ে সেই বচসা চরমে পৌঁছোয়। এর পর, স্বামী বেরিয়ে যেতেই রাগের মাথায় তিন সন্তানকে বেধড়ক মারধর করতে শুরু করে দেন মা। তার পর থেকেই নিখোঁজ হয়ে যায় চন্দন-সীমার তিন শিশু। স্বামী ফিরলে সীমা তাঁকে বলেন, তিন সন্তানের খোঁজ পাওয়া যাচ্ছে না। এই মর্মে চকমেহসী থানায় অভিযোগও দায়ের করা হয়েছিল।

অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর তথ্য। তল্লাশি অভিযান শুরু হলে বাড়ির অদূরে একটি কুয়ো থেকে তিন শিশুর দেহ মেলে। এর পরেই সীমাকে আটক করে দফায় দফায় জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। জেরার মুখে সীমা স্বীকার করে নেন, রাগের মাথায় তিন সন্তানকে মেরে কুয়োয় ফেলে দিয়েছেন তিনিই!

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত তিন শিশুর নাম তরুণ (৬), তানিয়া (৪) এবং তানিষ্ক (২)। তাদের দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। অভিযুক্ত সীমাকেও গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১৩৭(২) এবং ৯৭ ধারায় মামলা দায়ের হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement