National News

নোট বাতিলের মতো জরুরি অবস্থা ছিল না, বললেন বিমল জালান

প্রধানমন্ত্রীর নোট-বাতিলের ঘোষণার কড়া সমালোচনা করলেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর বিমল জালান। তাঁর মতে, বাজার-চলতি ৫০০ আর ১০০০ টাকার নোট-বাতিল ঘোষণার সময়টা ঠিক ভাবে বাছা হয়নি। মাথায় রাখা হয়নি ঠিক কোন পরিস্থিতিতে আপৎকালীন ব্যবস্থা হিসেবে এমন ঘোষণা করতে হয়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৬ ১৬:২৪
Share:

বিমল জালান। ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রীর নোট-বাতিলের ঘোষণার কড়া সমালোচনা করলেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর বিমল জালান। তাঁর মতে, বাজার-চলতি ৫০০ আর ১০০০ টাকার নোট-বাতিল ঘোষণার সময়টা ঠিক ভাবে বাছা হয়নি। মাথায় রাখা হয়নি ঠিক কোন পরিস্থিতিতে আপৎকালীন ব্যবস্থা হিসেবে এমন ঘোষণা করতে হয়।

Advertisement

প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর নেতৃত্বে প্রথম এনডিএ সরকারের আমলে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর ছিলেন বিমল জালান। জালানের কথায়, ‘‘বাজার-চলতি বৈধ নোট বাতিল ঘোষণার জন্য যথাযথ কারণ থাকতে হয়। হঠাৎ করে যুদ্ধ লেগে গেলে এটা করতে হয়। জাতীয় নিরাপত্তা নিয়ে ঘোর অনিশ্চয়তা দেখা দিলে এটা করা যায়। নোট-বাতিল করে মানুষকে এই বার্তাটাই দেওয়া হয় যে, সরকার কিছুতেই কালো টাকা বরদাস্ত করবে না। কালো টাকা যাতে সমান্তরাল অর্থনীতি চালাতে না পারে, তা সুনিশ্চিত করতে চায় সরকার। কিন্তু তার পরেই প্রশ্ন ওঠে, তার জন্য এই সময়টাকে কেন বেছে নেওয়া হল?’’

আরও পড়ুন: নোট-দুর্নীতি: ধৃত রিজার্ভ ব্যাঙ্কের কর্মী

Advertisement

একটি সর্বভারতীয় সংবাদপত্রে দেওয়া সাক্ষাৎকারে জালান এই সরকারি সিদ্ধান্তের ‘গোপনীয়তা’ নিয়েও জোরালো প্রশ্ন তুলেছেন। সরকার যে তার গোপনীয়তার কারণ ও সাফল্য নিয়ে ঢাকঢোল পিটিয়ে যাচ্ছে, তারও সমালোচনা করতে পিছপা হননি রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর। তাঁর কথায়, ‘‘এটা এমন ভাবে করা উচিত ছিল, যাতে মানুষ তৈরি থাকতে পারেন। তাঁদের চরম অসুবিধায় না পড়তে হয়। তচাঁদের একটু আগে নোটিশ দেওয়া যেত। এমন তো কোনও জরুরি অবস্থা ছিল না যে এত রাখঢাক রেখে ওই ঘোষণা করতে হবে। আমি হলে তার জন্য এক বা দুই বা তিন সপ্তাহ সময় নিতাম। এটা তো কোনও সার্জিক্যাল স্ট্রাইক নয়!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন