Bipin rawat

Bipin Rawat: স্মৃতিচারণ কাকার

সাইনা গ্রামের বাসিন্দা ভরত আজ কোটদ্বারে কাজে বেরিয়েছিলেন, কিন্তু ভাইপোর মৃত্যু সংবাদ শুনে তড়িঘড়ি বাড়ি ফেরেন।

Advertisement

সংবাদ সংস্থা

পৌড়ী শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২১ ০৭:০২
Share:

ফাইল চিত্র।

বছরতিনেক আগে শেষ বার গ্রামের বাড়িতে গিয়েছিলেন। ইচ্ছে ছিল অবসরের পরে সেখানেই বাড়ি তৈরি করবেন, কিন্তু আজকের কপ্টার দুর্ঘটনা বদলে দিয়েছে সব কিছু। চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল বিপিন রাওয়তের মৃত্যুর পরে ভাইপো সম্পর্কে এমনটাই জানালেন ভরত সিংহ রাওয়ত।

Advertisement

সাইনা গ্রামের বাসিন্দা ভরত আজ কোটদ্বারে কাজে বেরিয়েছিলেন, কিন্তু ভাইপোর মৃত্যু সংবাদ শুনে তড়িঘড়ি বাড়ি ফেরেন। আশপাশের গ্রামের বহু মানুষও আজ ভরতের বাড়ি এসে শোকজ্ঞাপন করেন। ভাইপোর স্মৃতিচারণে ভরত বলেন, ‘‘শেষ বার এখানে এসে কুলদেবতার কাছে প্রার্থনা করেছিল বিপিন। সে বারই বলেছিল, এখানে বাড়ি তৈরির পরিকল্পনা রয়েছে।’’

বিপিন নিজের গ্রামকে খুব ভালবাসতেন বলেই জানিয়েছেন ভরত। গ্রামের উন্নতিতে কিছু করার কথাও ভেবেছিলেন প্রয়াত সিডিএস। মাঝেমধ্যে ফোনে কথাও হত কাকা-ভাইপোর। আগামী এপ্রিলে ফের গ্রামের বাড়ি যাওয়ার কথা ছিল বিপিনের। কিন্তু ভয়াবহ দুর্ঘটনায় তা অপূর্ণই থেকে গেল বলে
আক্ষেপ কাকার।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন