Bird Flu

অন্ধপ্রদেশে একের পর এক জেলায় ছড়াচ্ছে বার্ড ফ্লু! চূড়ান্ত সতর্কতা জারি, সতর্ক পড়শি রাজ্য তেলঙ্গানাও

প্রশাসন সূত্রে খবর, এলুরু, এনটিআর, পশ্চিম গোদাবরী-সহ বেশ কয়েকটি জেলায় ইতিমধ্যেই বার্ড ফ্লু-র সংক্রমণ ছড়িয়েছে। কুর্নুলে হাঁসের খামারে ধরা পড়েছে বার্ড ফ্লু-র সংক্রমণ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৪৫
Share:

বার্ড ফ্লু-র সংক্রমণে উদ্বেগ বাড়ছে অন্ধ্রপ্রদেশ ও তেলঙ্গানায়। ছবি: সংগৃহীত।

অন্ধপ্রদেশে বার্ড ফ্লু-র আতঙ্ক বাড়ছে। একের পর এক জেলায় এই ভাইরাসের সংক্রমণে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। প্রাথমিক তদন্তের পর প্রশাসন জানতে পেরেছে, রাজ্যের সাতটি গ্রামের মুরগির খামারে এই সংক্রমণ ছড়ায়। তার মধ্যে পাঁচটিকে ইতিমধ্যেই চিহ্নিত করে সংক্রমণ আটকাতে ব্যবস্থা নেওয়া হয়েছে।

Advertisement

প্রশাসন সূত্রে খবর, এলুরু, এনটিআর, পশ্চিম গোদাবরী-সহ বেশ কয়েকটি জেলায় ইতিমধ্যেই বার্ড ফ্লু-র সংক্রমণ ছড়িয়েছে। কুর্নুলে হাঁসের খামারে ধরা পড়েছে বার্ড ফ্লু-র সংক্রমণ। আবার পূর্ব গোদাবরীর কানুরুতে তিনটি খামারেও এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এনটিআর জেলার গামপালাগুড়েমে, পশ্চিম গোদাবরীর ভেলপুরু এবং এলুরু জেলার বাদামপুড়ির একটি করে খামারে এই সংক্রমণ ধরা পড়েছে।

যে সব জায়গায় সংক্রমণ ধরা পড়ছে, সেই জায়গাগুলি চিহ্নিত করে ‘কনটেনমেন্ট জ়োন’ ঘোষণা করা হচ্ছে স্থানীয় প্রশাসনের তরফে। পাঁচটি জায়গাকে ‘কনটেনমেন্ট জ়োন’ হিসাবে ঘোষণা করেছে প্রশাসন। ওই সব এলাকায় মুরগির মাংস বিক্রি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সংক্রমণ যাতে ভয়াবহ আকার নিতে না পারে, তার জন্য প্রশাসনিক আধিকারিকদের সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। কোনও রকম উপসর্গ ধরা পড়ছে কি না, সে দিকেও নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত রাজ্যে প্রায় সাড়ে ৫ লক্ষ হাঁস এবং মুরগির মৃত্যু হয়েছে। দেড় লক্ষ মুরগিকে মেরে ফেলা হয়েছে।

Advertisement

পড়শি রাজ্যে বার্ড ফ্লু-র সংক্রমণ বাড়তে থাকায় উদ্বেগ বাড়ছে তেলঙ্গানাতেও। অন্ধ্রপ্রদেশ থেকে মুরগির মাংস এবং মুরগির গাড়িগুলির প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অন্ধ্রপ্রদেশলাগোয়া এলাকাগুলিতে নজরদারি চালানো হচ্ছে। কোনও রকম যাতে পড়শি রাজ্য থেকে সংক্রমণ ছড়িয়ে না পড়ে তার জন্য প্রশাসনিক আধিকারিকদের সতর্ক থাকতে বলা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement