দিল্লিতে রবীন্দ্রস্মরণ

বাঙালির জেন ওয়াই কি শিকড়হীন? হোয়াট্‌সঅ্যাপ-ফেসবুকের দুনিয়ায় কি হারিয়ে গিয়েছে তাদের নিজস্ব সংস্কৃতি? নেট সর্বস্ব সেই যাপনে কি কোথাও আছেন বাঙালির আইকন রবীন্দ্রনাথ? প্রশ্নগুলি ভাবাচ্ছিল। তাই, রবীন্দ্র জন্মদিনে পরবর্তী প্রজন্মের কাছে বাঙালি সংস্কৃতি এবং সাহিত্য তুলে ধরতে রাজধানীতে উপস্থাপিত হল ‘ভানু সিংহ’। যৌথ আয়োজনে ‘আপনজন’ এবং ‘বাংলায় ফেরা’। দিল্লির এই দুই সংগঠন গত শনিবার ইন্দ্রপুরমে রবীন্দ্র জয়ন্তীর আয়োজন করে। পাঁচ থেকে ৮০— সব বয়সীদের ভিড়ে ওই দিন প্রবাসে ধরা দিলেন রবীন্দ্রনাথ। ধরা দিল বাংলা সংস্কৃতি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ মে ২০১৫ ১৭:১৬
Share:

Advertisement


রাজধানীতে ‘ভানু সিংহ’।—নিজস্ব চিত্র।

বাঙালির জেন ওয়াই কি শিকড়হীন? হোয়াট্‌সঅ্যাপ-ফেসবুকের দুনিয়ায় কি হারিয়ে গিয়েছে তাদের নিজস্ব সংস্কৃতি? নেট সর্বস্ব সেই যাপনে কি কোথাও আছেন বাঙালির আইকন রবীন্দ্রনাথ? প্রশ্নগুলি ভাবাচ্ছিল। তাই, রবীন্দ্র জন্মদিনে পরবর্তী প্রজন্মের কাছে বাঙালি সংস্কৃতি এবং সাহিত্য তুলে ধরতে রাজধানীতে উপস্থাপিত হল ‘ভানু সিংহ’। যৌথ আয়োজনে ‘আপনজন’ এবং ‘বাংলায় ফেরা’। দিল্লির এই দুই সংগঠন গত শনিবার ইন্দ্রপুরমে রবীন্দ্র জয়ন্তীর আয়োজন করে। পাঁচ থেকে ৮০— সব বয়সীদের ভিড়ে ওই দিন প্রবাসে ধরা দিলেন রবীন্দ্রনাথ। ধরা দিল বাংলা সংস্কৃতি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement