নবীন পট্টনায়ক। —ফাইল চিত্র।
হাসপাতালে ভর্তি বিজু জনতা দল (বিজেডি) প্রধান তথা ওড়িশা বিধানসভার বিরোধী দলনেতা নবীন পট্টনায়ক। ৭৮ বছর বয়সি ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী বয়সজনিত বেশ কিছু সমস্যায় ভুগছেন। দলীয় সূত্রে খবর, বয়সজনিত সমস্যার কারণেই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
শনিবার রাত থেকেই শারীরিক সমস্যা বৃদ্ধি পেয়েছিল বিজেডি প্রধানের। গত রাতেই চিকিৎসকেরা নবীন নিবাসে গিয়ে তাঁর স্বাস্থ্যপরীক্ষা করে আসেন। চিকিৎসকদের পরামর্শেই রবিবার তাঁকে ভর্তি করানো হয় ভুবনেশ্বরের এক হাসপাতালে। পরে রবিবার সন্ধ্যায় হাসপাতাল কর্তৃপক্ষ জানান, ‘ডিহাইড্রেশন’ সংক্রান্ত সমস্যা নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। আপাতত ওড়িশার বিরোধী দলনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি চিকিৎসায় সাড়াও দিচ্ছেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। আর্থরাইটিসের সমস্যার জন্য সম্প্রতি মুম্বইয়ের এক হাসপাতালে প্রবীণ বিজেডি নেতার শিরদাঁড়ায় অস্ত্রপচার হয়েছে। গত মাসেই মুম্বই থেকে ও়ড়িশায় ফিরেছেন তিনি।
গত বছরেই ওড়িশার বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রীর পদ হারান নবীন। বিজেডিকে হারিয়ে ওড়িশায় সরকার গঠন করে বিজেপি। মুখ্যমন্ত্রিত্ব খুইয়ে নবীন বসেন বিধানসভার বিরোধী দলনেতার আসেন। বস্তুত, ওই একই সময়ে লোকসভা নির্বাচনও ছিল। গত লোকসভা ভোটেও ওড়িশায় দাপট দেখায় বিজেপি। সেই সঙ্গে বিধানসভা ভোটেও বিজেপির কাছে হারতে হয় নবীনের বিজেডিকে। প্রায় আড়াই দশক শাসন করার পরে মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে হয় তাঁকে।