BJP

BJP: জাতীয় পতাকার উপরে বিজেপি-র দলীয় পতাকা, কল্যাণ সিংহের প্রার্থনা সভা ঘিরে বিতর্ক

বিজেপি-র তরফে টুইট করা এই ছবি ঘিরে প্রশ্ন তুলেছে কংগ্রেস। একই সুরে সুর মিলিয়েছে সমাজবাদী পার্টিও।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২২ অগস্ট ২০২১ ২২:১৩
Share:

এই ছবি ঘিরেই শুরু বিতর্ক ছবি: টুইটার থেকে।

উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিংহ প্রয়াত হওয়ার পরে তাঁর প্রার্থনা সভা ঘিরে শুরু হয়েছে বিতর্ক। সেই প্রার্থনা সভায় কল্যাণের দেহ ঢাকা ছিল ভারতের জাতীয় পতাকায়। কিন্তু তার উপরে ছিল বিজেপি-র দলীয় পতাকা। এই ঘটনা থেকেই বিতর্কের সূত্রপাত।

Advertisement

বিজেপি-র তরফে টুইট করা এই ছবি ঘিরে প্রশ্ন তুলেছেন যুব কংগ্রেসের প্রধান বি ভি শ্রীনিবাস। টুইট করে তিনি বলেন, ‘নতুন ভারতে কি জাতীয় পতাকার উপরে দলীয় পতাকা দেওয়া যায়?’ যুব কংগ্রেসের তরফেও টুইট করে বলা হয়, ‘জাতীয় পতাকার এই অপমান দেশবাসী মেনে নেবে না।’

কংগ্রেসের সুরেই সুর মিলিয়েছে সমাজবাদী পার্টিও। দলের মুখপাত্র ঘনশ্যাম তিওয়ারি টুইট করে বলেন, ‘দেশের থেকে দল বড়। জাতীয় পতাকার থেকে দলীয় পতাকা বড়। এই নিয়ে বিজেপি-র কোনও অনুশোচনা, দুঃখ নেই।’

Advertisement

বিরোধীদের এই আক্রমণের জবাবে অবশ্য বিজেপি-র তরফে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করা হয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন