নাগরিকত্ব বিল নিয়ে অসমে বিতর্ক তুঙ্গে। ৭০টি সংগঠন একযোগে আন্দোলন চালাচ্ছে বিজেপির বিরুদ্ধে। জোট শরিক অগপ সর্বক্ষণ সমালোচনা করছে বিজেপির। এনআরসি প্রক্রিয়া নিয়ে অসমীয়া ও বাঙালি দু’পক্ষেরই আক্রমণের মুখে সর্বানন্দ সোনোয়ালের দল। সেই সঙ্গে আলফার বাড়বাড়ন্ত। এত কিছুর পরেও রাজ্যে ৫ ও ৯ ডিসেম্বর হতে চলা পঞ্চায়েত ভোটে নামার আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় অন্তত ৩৮০টি আসনে জিতে গেল বিজেপি। আলাদা লড়তে নামা অগপ জিতেছে ২৮টিতে। রাজ্য জুড়ে তীব্র বিরোধিতাকে হাতিয়ার করে বিজেপিকে পরাস্ত করতে চাওয়া প্রধান বিরোধী দল কংগ্রেস বিনা যুদ্ধে জিতেছে ১৯৩টিতে। রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, ২৬টি জেলায় হতে চলা নির্বাচনের প্রথম পর্যায়ের ভোটে ৪৪২ জন ও দ্বিতীয় পর্যায়ে ২৯২ জন পঞ্চায়েত ও জেলা পরিষদ প্রার্থী বিনা লড়াইয়ে জিতেছেন। এঁদের ১১৭ জন নির্দল প্রার্থী।