মূল সমস্যা ঢাকতে বাংলা নিয়ে অপপ্রচার: তৃণমূল

ডেরেকের মতে, কর্মসংস্থান থেকে কৃষি, স্বাস্থ্য থেকে বাণিজ্য— সব ক্ষেত্রেই পশ্চিমঙ্গের সূচক কেন্দ্রের তুলনায় ভাল। রাজ্যের স্বাস্থ্যসাথী, মিশন নির্মল বাংলা, গ্রামীণ আবাস যোজনা, আইটি পার্কের মতো প্রকল্পগুলির তথ্য ও পরিসংখ্যান দিয়ে ডেরেক দাবি করেন, এগিয়ে রয়েছে বাংলা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৯ জুন ২০১৯ ০১:৫৪
Share:

নতুন লোকসভার প্রথম দিন থেকেই বাংলার বিজেপি সাংসদেরা ধারাবাহিক ভাবে নিশানা করছেন তৃণমূলকে। সুযোগ পেলেই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে কাটমানি, দুর্নীতি, রাজ্য সরকারের অপশাসনের মতো অভিযোগ তুলছেন সংসদে। আজ সাংবাদিক সম্মেলন করে পাল্টা তোপ দাগল তৃণমূল। দলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েনের কথায়, ‘‘দেশের প্রকৃত সমস্যাগুলি আড়াল করতে বিজেপি পশ্চিমবঙ্গকে আক্রমণ করছে। অথচ কী ভাবে দেশ চলবে, সঙ্কট মোকাবিলা করা যাবে, সে ব্যাপারে তারা দিশাহীন।’’ বিজেপি সংসদে যে বিষয়গুলি তুলছে তার সারবত্তা নেই বলে আজ মন্তব্য করেন তৃণমূল নেতৃত্ব।

Advertisement

ডেরেকের মতে, কর্মসংস্থান থেকে কৃষি, স্বাস্থ্য থেকে বাণিজ্য— সব ক্ষেত্রেই পশ্চিমঙ্গের সূচক কেন্দ্রের তুলনায় ভাল। রাজ্যের স্বাস্থ্যসাথী, মিশন নির্মল বাংলা, গ্রামীণ আবাস যোজনা, আইটি পার্কের মতো প্রকল্পগুলির তথ্য ও পরিসংখ্যান দিয়ে ডেরেক দাবি করেন, এগিয়ে রয়েছে বাংলা। তাঁর বক্তব্য, ‘‘পশ্চিমবঙ্গে তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে চাকরি ৭৯ শতাংশ বেড়েছে। গ্রামে নতুন রাস্তা নির্মাণ এবং পুরনো রাস্তার সংস্কার হয়েছে ২৬ হাজার কিলোমিটার। গ্রামীণ আবাস যোজনায় নির্মিত হয়েছে ৮৯ লাখ বাড়ি।’’ আসন্ন বাজেটের আগে তৃণমূলের দাবি, রাজ্যের ঘাড়ে চেপে থাকা ৩ লক্ষ কোটি টাকার ঋণ মকুব। রেল প্রকল্পে গত দু’বছরে পশ্চিমবঙ্গের প্রকল্পগুলিতে বরাদ্দ ভয়াবহ ভাবে কমেছে বলেও অভিযোগ এনেছেন ডেরেক।

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও। সাবস্ক্রাইব করুন আমাদের YouTube Channel - এ।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন