দলিত, ওবিসি বিল অস্ত্র করছে বিজেপি

দলিত-ওবিসি অঙ্কে ভোটের আগে ব্র্যান্ড-মোদীর জয়ধ্বনি দিতে শুরু করল বিজেপি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৩ অগস্ট ২০১৮ ০২:২৬
Share:

দলিতের পরে অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি)।

Advertisement

গত কাল মন্ত্রিসভায় দলিত আইনের আগের চেহারাটি ফেরানোর কথা বলেছিলেন নরেন্দ্র মোদী। আজ লোকসভায় সাংবিধানিক মর্যাদা দিয়ে অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) কমিশন গড়ার বিলটি পাশ হওয়ার পরে মোদীর জয়ধ্বনি শুরু করল বিজেপি। দলিত-ওবিসি অঙ্কে ভোটের আগে ব্র্যান্ড-মোদীর জয়ধ্বনি দিতে শুরু করল বিজেপি।

অথচ ঘটনা হল, লোকসভায় কংগ্রেস-সহ সব বিরোধী দলই বিলটিকে সমর্থন করেছে! কিন্তু বিরোধীদের ভূমিকা বিজেপি মানলে তো! বিল পাশের পরে অমিত শাহ বলেন, ‘‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর মন্ত্র নিয়ে মোদী যে পথে চলছেন, আজ বিল পাশ সেই দিশাতেই ঐতিহাসিক পদক্ষেপ।’’ প্রধানমন্ত্রী নিজেও টুইট করেন, ‘‘বাবাসাহেব অম্বেডকরের করা সংবিধানের জন্য ভারত চিরকৃতজ্ঞ। গরিব ও পিছিয়ে পড়া সম্প্রদায়ের স্বার্থে রক্ষাকবচ রয়েছে সংবিধানে। আমরাও সামাজিক ন্যায় ও সকলকে নিয়ে উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।’’

Advertisement

গত বছরই এই বিলটি একবার লোকসভায় পাশ করিয়ে রাজ্যসভায় পাঠানো হয়। কিন্তু রাজ্যসভায় বিজেপির পর্যাপ্ত সাংসদ না থাকায় কংগ্রেসের দিগ্বিজয় সিংহের আনা সংশোধনী পাশ হয়ে যায়। ওই সংশোধনীতে বলা হয়েছিল, কমিশনে মহিলা ও সংখ্যালঘু প্রতিনিধি রাখতে হবে। রাজ্য ওবিসি কমিশনের সুপারিশ কেন্দ্রীয় কমিশন মানতে বাধ্য থাকবে। এক বছর ধরে অনেক টালবাহানার পরে সরকার শেষ পর্যন্ত অনেকগুলি সংশোধনী মেনে ফের নতুন করে বিল আনে। লোকসভায় পাশ করানোর পর এ বারে সেটি রাজ্যসভায় পাশ করাতে হবে। সেখানে আবার বিজেপি সংখ্যালঘু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন