Rahul Gandhi

রাহুলের জার্মানি সফর নিয়ে সরব বিজেপি

সংসদের অধিবেশন চলাকালীন রাহুল গান্ধীর বিরুদ্ধে অতীতেও একাধিক বার বিদেশে যাওয়ার অভিযোগ উঠেছে। এ বারেও সংসদের অধিবেশনের শেষ সপ্তাহে রাহুলকে জার্মানিতে দেখা যায়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২৫ ০৭:৪৭
Share:

রাহুল গান্ধী। — ফাইল চিত্র।

সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীন বিরোধী দলনেতা রাহুল গান্ধী কেন দেশের বাইরে চলে গিয়েছিলেন, তা নিয়ে প্রশ্ন তুলে সরব হলেন বিজেপি নেতৃত্ব। শুধু তাই নয়, ওই সফরে রাহুল কেন ‘দেশবিরোধী শক্তির’ সঙ্গে দেখা করেছেন তা নিয়ে কংগ্রেসের কাছে যথাযথ উত্তর চেয়েছেন বিজেপি মুখপাত্র গৌরব ভাটিয়া।

সংসদের অধিবেশন চলাকালীন রাহুল গান্ধীর বিরুদ্ধে অতীতেও একাধিক বার বিদেশে যাওয়ার অভিযোগ উঠেছে। এ বারেও সংসদের অধিবেশনের শেষ সপ্তাহে রাহুলকে জার্মানিতে দেখা যায়। স্বভাবতই রাহুলের ওই সফর শাসক দলের হাতে নতুন করে অস্ত্র তুলে দিয়েছে। আজ বিজেপির মুখপাত্র অভিযোগ তোলেন, ‘‘জার্মানি গিয়ে ভারত-বিরোধী শক্তির সঙ্গে হাত মিলিয়ে দেশকে দুর্বল করার চক্রান্ত করেছেন রাহুল।’’ যদিও কংগ্রেসের বক্তব্য, রাহুল সে দেশে বিএমডব্লু গাড়ি কারখানা পরিদর্শনে গিয়েছিলেন।

কংগ্রেসের যুক্তির পাল্টা আজ গৌরব বলেন, ‘‘যদি কেউ দেশবিরোধী শক্তির সঙ্গে হাত মিলিয়ে বিদেশের মাটিতে ভারতের বিরুদ্ধে চক্রান্ত করে থাকেন, তা হলে তিনি হলেন রাহুল।’’ প্রমাণ হিসাবে রাহুলের বার্লিন সফরের একাধিক ফটোগ্রাফ সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেন গৌরব। তিনি দাবি করেন, এ বারের বার্লিন সফরে রাহুল গান্ধী কর্নেলিয়া উলের সঙ্গে দেখা করেছিলেন। উল বার্লিনের হারটিক সোসাইটির সভাপতি। গৌরবের দাবি, উল মধ্য ইউরোপীয় বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি। যাকে অর্থ দিয়ে সাহায্য করে থাকে জর্জ সোরোসের ওপেন সোসাইটি ফাউন্ডেশন। গৌরবের কথায়, ‘‘জর্জ সোরোস ও তাঁর সংগঠন যে ভারত-বিরোধী, এ দেশের নির্বাচিত সরকারকে ফেলে দিতে যে তারা তৎপর, তার একাধিক প্রমাণ রয়েছে।’’ এমন ‘দেশবিরোধী শক্তির’ সঙ্গে রাহুলের এত ঘন ঘন সাক্ষাতের অর্থ কী, তা নিয়েও প্রশ্ন তুলেছেন গৌরব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন